ছায়ানট ও এপিজে সাহিত্য গোষ্ঠীর নজরুল জয়ন্তী

Published By Subrata Halder, 24 May 2025, 01:45 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
কি ব্যক্তি জীবন কি কবি জীবন। কঠিন জীবন সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে। কোনো ঝড় ঝঞ্জা দুঃখ কষ্ট তাকে রেয়াত করে নি। কিন্তু তিনি কবি নজরুল ইসলাম। সেনা বাহিনীর হাবিলদার হয়েও তার কবি প্রতিভা সঙ্গীত অনুরাগ থেমে যায় নি। রবীন্দ্রনাথ তার এই অনিজ কবি প্রতিভাকেও বিশেষ সমাদর ও সম্মান করতেন। নজরুল ও তার চির বিদ্রোহের কবি সত্তার প্রতিভায় আজও আপামর বাংলাভাষীর মনে চির উজ্জ্বল বিরাজমান। কবি নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে অক্সফোর্ড বুকস্টোরেই এপিজে সাহিত্য উৎসব ও ছায়ানট এর যৌথ উদ্যোগে সাম্যবাদী নজরুল নামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এপিজে সাহিত্য উৎসব ও ছায়ানট গোষ্ঠীর উদ্যোগে। এই প্রথম নজরুল পুরস্কার চালু করলো এই দুই সংস্থা। এবার এই পুরস্কার প্রাপক, সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান শেখ মকবুল ইসলাম। কলকাতার অক্সফোর্ড বুক স্টোরে অনুষ্ঠান মুখরিত হলো নজরুল গীতি ও আবৃত্তি অনুষ্ঠানের মাধ্যমে।

10:05