পীযূষ চক্রবর্তী,
নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক প্রৌঢ়। গ্রেফতার করল সোনারপুর থানা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকার গোপন ছবি তুলে ব্ল্যাকমেল করে তাকে একাধিক বার ধর্ষণ করে এক প্রতিবেশী প্রৌঢ়। অভিযুক্ত ব্যক্তি ওই নাবালিকার সম্পর্কে প্রতিবেশী দাদু। ওই কিশোরী সোনারপুরে দাদু ও ঠাকুমার কাছে থাকত। ওই নাবালিকা পুলিশকে জানিয়েছে, ৫২ বছর বয়সী ওই প্রৌঢ়ের কাছে একটি অ্যানড্রয়েড মোবাইল ছিল। নিজের ফোন না থাকায় মাঝেমধ্যেই অভিযুক্তের ফোনটি সে দেখতে চাইত। সেই সুযোগেই এক দিন তাকে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে ওই প্রৌঢ়। কাউকে ঘটনার কথা বললে তাকে মেরে ফেলা হবে বলেও হুমকি দেয় অভিযুক্ত। কয়েকটি গোপন ছবিও তার তুলে রাখে ওই প্রৌঢ়। তারপর থেকেই ব্ল্যাকমেল শুরু করে অভিযুক্ত। সমাজমাধ্যমে সেই ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই নাবালিকাকে একাধিক বার ধর্ষণ করা হয় বলে অভিযোগ। বুধবার বিকেলেও একই ঘটনা ঘটলে ওই নাবালিকা বিষয়টি ঠাকুমাকে জানায়। তারপরই প্রতিবেশীদের কানে বিষয়টি গেলে থানায় অভিযোগ দেওয়ার হয় অভিযুক্তের বিরুদ্ধে। সোনারপুর থানা গ্রেফতার করেছে অভিযুক্তকে। সে পুলিশের কাছে নিজের অভিযোগ স্বীকার করেছে বলে জানা গিয়েছে।
নবম শ্রেণীর ছাত্রীকে ব্ল্যাকমেল করে লাগাতার ধর্ষণ, শ্রীঘরে প্রতিবেশী দাদু
