বঙ্গবার্তা ব্যুরো,
আগামী শনিবার দুপুরের মধ্যে বন্দিদের ফেরত না দিলে গাজায় যুদ্ধবিরতি বাতিল এবং তীব্র লড়াই শুরু হবে বলে হামাসকে সতর্ক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, ইতোমধ্যে ইসরায়েলি বাহিনীকে গাজার ভেতরে ও আশপাশে জড়ো হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।হামাস অভিযোগ করেছে, ইসরায়েল মানবিক সহায়তা আটকে দেওয়া সহ নানাভাবে তিন সপ্তাহের পুরনো যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে। যদিও ইসরায়েল এ অভিযোগ অস্বীকার করেছে।
বলা হচ্ছে নতুন কোনো বন্দিকে মুক্তি দেওয়া আপাতত স্থগিত থাকবে-হামাসের এমন ঘোষণার জেরেই নেতানিয়াহু এই কড়া সিদ্ধান্ত নেন। নেতানিয়াহুর হুঁশিয়ারির পর হামাস জানিয়েছে, তারা যুদ্ধবিরতি চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং যে কোনও বিলম্ব বা জটিলতার জন্য ইসরায়েল দায়ী।হামাস নির্ধারিত বন্দিদের মুক্তি দিতে দেরি করার সিদ্ধান্ত নেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান ইসরায়েল চুক্তিটি সম্পূর্ণভাবে বাতিল করা হবে এবং শনিবারের মধ্যে ‘সব জিম্মিকে’ ফিরিয়ে না দিলে গাজাকে নরকে পরিণত করা হবে।
আর এর পরেই নতুন করে সঙ্কটের আশঙ্কা করা হচ্ছে গাজা ভূখণ্ডে। যুদ্ধবিরতি চুক্তির আওতায় ছয় সপ্তাহের মধ্যে ১,৯০০ ফিলিস্তিনি বন্দির বিনিময়ে ৩৩ জন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১৬ জনকে মুক্তি দেওয়া হয়েছে। এছাড়া চুক্তির বাইরে পাঁচজন থাই বন্দিকেও মুক্তি দিয়েছে হামাস।আগামী তিন সপ্তাহের মধ্যে আরও ১৭ ইসরায়েলি বন্দিকে মুক্তি দেওয়ার কথা।