বঙ্গবার্তা ব্যু্রো,
বাংলা সিরিয়ালে এখন এক নম্বর জায়গা যেন পরিণীতার জন্য বাঁধা হয়ে গেছে। শুধু প্রথম স্থান নয়, দুই এবং তিন নম্বর জায়গাও দুটি সিরিয়ালের দখলে রয়ে গেছে। প্রথম দশের দ্বিতীয় স্থানে এবারও রয়েছে জগদ্ধাত্রী এবং তৃতীয় স্থানে ফুলকি। পরিণীতায় পারুল –রায়ানের জুটি যেমন দর্শকের মনে ধরেছে, তেমনই জগদ্ধাত্রীর মেয়ে দুর্গা এখন দর্শকদের খুব কাছের হয়ে উঠেছে। ওদিকে ফুলকি সিরিয়ালে রোহিত আর ফুলকির প্রেম দর্শক মনেও আবেগ তৈরি করেছে।
তবে নতুন শুরু হয়েই প্রথম দশে জায়গা করে নেওয়া মোটেই সহজ নয়। সেই কাজটাই করেছে নতুন ধারাবাহিক ‘দুগগামণি ও বাঘমামা’। এই ধারাবাহিকের প্রধান চরিত্রে আছে মানালি দে। পুরনো সিরিয়াল গৃহপ্রবেশের সঙ্গে এই ধারাবাহিক যৌথ ভাবে দশ নম্বরে জায়গা পেয়েছে। তবে এই সপ্তাহে কিছুটা নম্বর কমেছে কয়েকটি সিরিয়ালের।
রাঙামতী তিরন্দাজ পেয়েছে চতুর্থ স্থান। নম্বর কমে গীতা এল এল বি পেয়েছে পাঁচ নম্বর জায়গা। প্রথম পাঁচে জায়গা পায়নি ‘কথা’। কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের সঙ্গে এই সিরিয়াল রয়েছে ছ নম্বরে। সাতে উড়ান। আট নম্বরে চিরসখা। ন নম্বরে রয়েছে মিত্তির বাড়ি।
আসরে নেমেই প্রথম দশে জায়গা পেল নতুন সিরিয়াল
