বঙ্গবার্তা ব্যুরো,
সুতন্দ্রা চ্যাটার্জীর মৃত্যূর ঘটনায় নতুন মোড় খুঁজে পেল পুলিশ। যে সাদা গাড়ি এই ঘটনার কেন্দ্র বিন্দুতে ছিল তার চালক বাবলু যাদব এখন পুলিশের হাতে। জানা গেছে সেই ওই গাড়ির মালিক। পুলিশ এখন বাকি চারজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে। পাশাপাশি পুলিশের একটি বড় দল সুতন্দ্রাদের বাড়ি গিয়ে তাঁর পরিবারের সঙ্গে কথা বলেছে।
রবিবার পানাগড়ের কাছে বুদবুদে এক দুর্ঘটনায় মারা যান নৃত্য শিল্পী সুতন্দ্রা চ্যাটার্জী। ওইদিন তিনি তাঁর সঙ্গীদের নিয়ে গয়া যাচ্ছিলেন। অভিযোগ পানাগড়ের কাছে হাইওয়েতে ওঠার পরেই এক সাদা গাড়ি তাদের ধাওয়া করে এবং কটুক্তি করতে থাকে। তাদের হাত থেকে বাঁচতে সুতন্দ্রারা দ্রুত গাড়ি চালিয়ে পালাবার সময়ই বুদবুদের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। সেই দুর্ঘটনায় মৃত্যু হয় সুতন্দ্রার। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।
দিন যত এগিয়েছে ততই এই ঘটনায় সুতন্দ্রার পরিবার এবং পুলিশের বয়ানে ফারাক দেখা যাচ্ছে। সুতন্দ্রার পরিবারের দাবি এটা ইভটিজিং এর ঘটনা। অন্যদিকে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুনীল চৌধুরী বলেছেন দুটি গাড়ীর রেষারেষির ফলেই এই ঘটনা।
এই ঘটনার তদন্তে পুলিশের হাতে এসেছে ওই সাদা গাড়ির চালক বাবলু যাদব। তাকে জেরা করে কী তথ্য পাওয়া যায় এবং ওই গাড়ির অন্য যাত্রীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
পুলিশের হাতে সাদা গাড়ির চালক পানাগড় কাণ্ডের তদন্তে নয়া মোড়

