ভারতের নতুন স্বপ্ন, ব্যাটিং থেকে বোলিং টিম ইন্ডিয়ার প্রাপ্তি তালিকা

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর

ছবি- সোশ্যাল মিডিয়া

ইংল্যান্ডের বিরুদ্ধে পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন ভারতের। সিরিজের ফল ২-২। তবে ভারতের প্রাপ্তি কিন্তু অনেক। লাল বলের ক্রিকেটে রোহিত-বিরাটের অভাব সেভাবে বুঝতে দেননি গিলরা। হ্যাঁ, তাঁদের অভিজ্ঞতা হয়তো ভারতকে সাহায্য করতে পারত। কিন্তু মনে রাখতে হবে, সাম্প্রতিক সময়ে টেস্টে রোহিতের পারফরম্যান্স খুব খারাপ ছিল।

ইংল্যান্ড সফর ব্যাটার শুভমান গিলকে নবজন্ম দিয়েছে। বর্ডার গাভাসকর ট্রফিতেও গিলের ফর্ম ভালো ছিল না। সেখান থেকে ইংল্যান্ডে ৭৫৪ রান। টেস্ট অধিনায়ক হিসেবে ভারতীয়দের মধ্যে এক টেস্ট সিরিজে সর্বাধিক রান।
বুমরাহ না থাকলেই বরং মহম্মদ সিরাজ জ্বলে ওঠেন। গোটা সিরিজে ২৩টা উইকেট তুলেছেন।অনেক সীমাবদ্ধতা নিয়ে দলের বোলিংকে নেতৃত্ব দিয়েছেন। মনে রাখতে হবে আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণ, অংশুল কাম্বোজ- ভারতের তিন পেসারের মোট টেস্ট ম্যাচ সংখ্যা ১৫

বাংলার আকাশ দীপের ব্যাটিং দেখে মুগ্ধ হয়েছেন ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে প্রাক্তন তারকা সকলেই। শুধু তাই নয়, অনেকে এটাও মনে করছেন যে আগামী ম্যাচগুলিতে আকাশের ব্যাটিং ঠিকমতো কাজে লাগাতে পারলে দলের পক্ষে ভালো হবে।

অনেক দিন ধরেই আমাদের মধ্যে আলোচনা চলছে। সেখানে টেল এন্ডারদের বহুবার বলা হয়েছে, তোমরাও ব্যাটিংয়ে একটু অবদান রাখো বন্ধু। আর কী বলি! মনে হয় আকাশ এই ম্যাচে আগে পরের সবকিছু পুষিয়ে দিয়েছেন। আকাশকে নিয়ে গিলের আরও একটি মুহূর্ত ভাইরাল হয়েছে। যেখানে গিলকে বলতে শোনা গিয়েছে, “তুই কি ইঞ্জেকশন নিয়েছিলি?” আসলে চতুর্থ দিনের প্রথম সেশনে চোট পেয়েছিলেন আকাশ।