নতুন জার্সিতে নতুন কেকেআর

বঙ্গবার্তা ব্যুরো,
মার্চ মাসের তিন তারিখ বড় ঘোষণার ইঙ্গিত দিয়ে রেখেছিল কলকাতা নাইট রাইডার্স। কী ঘোষণা? অধিনায়কের নাম? এই নিয়ে ছিল জল্পনা। কিন্তু সব জল্পনার ইতি টেনে কেকেআর নতুন মরশুমের জন্য জার্সি সামনে আনল। এ বারের জার্সিতে রয়েছে তিনটে আইপিএল ট্রফি জয়ের ছাপ। তিনবার ট্রফি জয়ের জন্য তিন নম্বরকে গুরুত্ব দেওয়া হয়েছে।
নতুন জার্সিতে দলের লোগোর উপরে রয়েছে তিনটে তারা। নতুন জার্সি সামনে এনে একটি ভিডিয়ো শেয়ার করেছে কেকেআর, ভিডিয়োতে রয়েছেন রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আইয়ার, রমনদীপ সিং, মণীশ পাণ্ডে, বৈভব আরোরা, অনুকূল রায়, ময়াঙ্ক মারকান্ড, লভনীত সিসোদিয়া।
ভিডিয়োতে কলকাতার ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। উত্তর কলকাতার রাস্তা, হলুদ ট্যাক্সি, মাটির ভাঁড়ে চাপ, ইলিশ মাছ সবকিছুই রয়েছে ভিডিয়োতে। জার্সির হাতে রয়েছে টাটা আইপিএলের গোল্ডেন লোগো। জার্সির রং একই রয়েছে, কিন্তু ডিজ়াইন আলাদা করা হয়েছে। রং গতবারের থেকে আরও উজ্জ্বল।
এ বার কেকেআরের উপস্থিতিতে দেশে আর আটকে রাখেনি ম্যানেজমেন্ট। ব্রহ্মান্ডের তিনটে তারার নাম বদলে দিয়েছে কেকেআর। ২০১২, ২০১৪ ও ২০২৪ সালের আইপিএল জয়কে স্মরণীয় করে রাখতে তিনটে তারার নাম বদলে রাখা হয়েছে করব, লড়ব, জিতব। কিউআর কোড স্ক্যান করলে আকাশে দেখা যাবে করব, লড়ব ও জিতব নামের তিন তারা। অর্থাৎ, তিনটে তারাকে নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজ়ি নিজেদের নামে রেজিস্টার করিয়েছে। জার্সিতে তিনটে তারা যোগ হওয়ার পরে তারা এই সিদ্ধান্ত নেয়।
কেকেআর সম্প্রতি অনুশীলন শুরু করে দিয়েছে। যেই যেই প্লেয়াররা রয়েছেন, সেই প্লেয়ারদের নিয়ে শুরু করেছে অনুশীলন। নিজেদের মধ্যে অনুশীলন করতে দেখা গিয়েছে।