কলকাতার রাস্তায় নামতে চলেছে দূষণমুক্ত নতুন সরকারি বাস:

বঙ্গবার্তা ব্যুরো,


শহরের যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়াতে পুজোর আগেই কলকাতার রাস্তায় নামতে চলেছে পরিবেশবান্ধব নতুন সিএনজি এসি বাস বা গ্রিন বাস।

রাজ্য সরকার সূত্রে খবর, প্রথম পর্যায়ে মোট ২০০টি সিএনজি এসি বাস নামানো হবে শহরের বিভিন্ন রুটে। এই প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে ১২৫ কোটি টাকা। শহরের রাস্তায় চলবে এই ৫০ টি স্ট্যান্ডার্ড ডিজেল এসি বাস, ৫০ টি সেমি ডিজেল এসি বাস ও ১০০ টি মিনি এসি বাস।

বাসগুলির ভাড়া সাধারণ এসি বাসের মতই ধার্য করা হবে। ছোট বাসগুলিতে থাকবে ৩১টি সিট এবং বড় বাসগুলিতে ৪২টি সিট। একদিকে শহরের দূষণের মাত্রা কমানো এবং অন্যদিকে যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়াতেই এই বিশেষ সরকারি পরিকল্পনা বলে জানানো হয়েছে।

এই নতুন বাস পরিষেবা চালু হলে, শহর বা শহরতলীর যাত্রীদের দীর্ঘক্ষণ স্টপেজে দাঁড়িয়ে বাসের জন্য প্রতীক্ষা অনেকটাই কমবে, দাবী পরিবহন দফতরের ।

পরিবহন দফতরের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, এই নতুন বাসগুলি সম্পূর্ণ সিএনজি নির্ভর ও পরিবেশ বান্ধব। ফলে শহরের বায়ুদূষণ রোধে বড় ভূমিকা নেবে এই নতুন প্রযুক্তি নির্ভর সিএনজি এসি বাস। এছাড়াও যাত্রী স্বাচ্ছন্দ্য ও যাত্রী পরিষেবাকে আরও উন্নত করবে।

পুজোর আগেই অন্তত ৫০টির বেশি এমন বাস রাস্তায় নামানোর চেষ্টা চালাচ্ছে রাজ্য পরিবহন দফতর। বর্তমানে কলকাতায় চালু থাকা অনেক এসি বাসের রক্ষণাবেক্ষণে সমস্যা দেখা দিচ্ছে। তাছাড়াও যান্ত্রিক ত্রুটির কারণে বাস মাঝপথে বন্ধ হয়ে যাওয়া, নির্দিষ্ট সময় মেনে না চলা এইসব অভিযোগ দীর্ঘদিন ধরেই আসছে যাত্রীদের তরফে।

তাই পরিবহন দফতর এবার পুরনো বাসের পরিবর্তে নতুন এই বাসগুলি চালু করে যাত্রী স্বাচ্ছন্দ্যে নয়া মাত্রা যোগ করতে চাইছে। শুধু পরিবেশবান্ধব নতুন এসি বাস পরিষেবা চালুই নয় পরিবহন দফতর চালকদের প্রশিক্ষণের উপরেও বিশেষ নজর দিতে চলেছে।

নতুন প্রযুক্তিনির্ভর বাস চালানোর ক্ষেত্রে যাতে অসুবিধা না হয় তাই চালকদের বিশেষ প্রশিক্ষণেরও ব্যবস্থা করছে পরিবহন দপ্তর। মূলত সরকারি বাস চালকদের দক্ষতা বাড়ানোর নিয়ে উদ্যোগ কার্যকর করতে দেরি হচ্ছে।