টি-টোয়েন্টিতে দ্রুততম ১৫০, ভাঙলেন গেইলের ছক্কার রেকর্ড ভাঙলেন নিউজিল্যান্ড ওপেনার

Published by Subrata Halder, 13 June 2025, 06:01 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
নিউজিল্যান্ডের ওপেনার ফিন অ্যালেন টি টোয়েন্টি ক্রিকেটে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার বিশ্ব রেকর্ড গড়লেন। যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে বা এমএলসি তে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের হয়ে খেলতে নেমে ওয়াশিংটন ফ্রিডমের বিপক্ষে মাত্র ৫১ বলে ১৫১ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন অ্যালেন
তার এই বিধ্বংসী ইনিংসে ছিল ১৯ ছক্কা এবং ৫টি চারের মার। এই পারফরম্যান্সের মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইল ও সাহিল চৌহানের যৌথভাবে করা এক ইনিংসে ১৮ ছক্কার রেকর্ডটি ভেঙলেন তিনি।
ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ড কলেজিয়ামে এবারের আসরে উদ্বোধনী ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে অ্যালেন পাওয়ারপ্লের মধ্যেই ১৪ বলে ৪০ রান করেন, মারেন ৫ টি ছক্কা। ২৬ বছর বয়সী এই ব্যাটার মাত্র ২০ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন। এরপর এক ওভারে ৩টি ছক্কা মেরে মাত্র ৩৪ বলে পৌঁছে যান সেঞ্চুরিতে। যা মেজর লিগের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এবং কোনো নিউজিল্যান্ড ব্যাটারের দ্রুততম টি-টোয়েন্টি শতক।
এরপর আরও পাঁচটি ছক্কা হাঁকিয়ে ১৭তম ওভারে টি-টোয়েন্টি ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েন অ্যালেন। ১৮ তম ওভারের প্রথম বলে আউট হন। ততক্ষনে রেকর্ডবুকে নিজের নাম তুলে ফেলেছেন তিনি।
অ্যালেন ১৯টি ছক্কায় ৪৯ বলে পূর্ণ করেন ১৫০ রান, যা টি-টোয়েন্টি ইতিহাসে দ্রুততম ১৫০। তার স্ট্রাইক রেট ছিল ২৯৬.০৮

12:35