ভারতের আকাশে পাক বিমানের নোএন্ট্রি বাড়লো আরো একমাস

Published By Subrata Halder, 24 May 2025, 04:37 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
পাহেলগামের জঙ্গি হামলার পর পাকিস্তানের উপর সিন্ধুর জল বন্ধ করা, ভারতের আকাশে পাক বিমানের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে ভারত। এরপর শুরু হলো অপারেশন সিঁদুর। দুদেশের উত্তেজনা চরমে ওঠে। যদিও পরিস্থিতি ঠান্ডা হল কয়েকদিনেই। তবে বদলায়নি পাকিস্তান, দুদিন আগে দিল্লী থেকে কাশ্মীরে যাবার পথে ২২০ জন যাত্রী নিয়ে ওড়া ভারতের একটি বেসরকারি বিমান বিপর্যয়ের মধ্যে পড়ে, পাক এয়ার ট্রাফিক কন্ট্রোল কে জানায় লাহোরে জরুরী অবতরণের অনুমতি চেয়ে। কিন্তু পাক সরকার নাক ভেঙে বিপর্যয়ে পড়া যাত্রীবাহী বিমান কে নামার অনুমতি দেয় নি। গতকাল ভারত সরকার জনিয়েদেয় পাকিস্তানের উপরে নোএন্ট্রি বজায় থাকছে।

06:27