বিলম্ব নয়, সরকারি প্রকল্প দ্রুত শেষ করতে হবে: শনিবার গুরুত্বপূর্ণ বৈঠক নবান্নে

No More Delay Mamata Banerjee Government Review Meeting

Upload By K. Halder at 18th March 2025, 07:00 PM

বঙ্গবার্তা ব্যুরো,

বছর ঘুরলেই রাজ্য বিধানসভা নির্বাচন। ফলে সাধারণ মানুষের জন্য তৈরি প্রকল্পের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ শনিবার পর্যালোচনা মূলক বৈঠক করবেন। ১২টি দপ্তরকে নিয়ে এই বৈঠক।

মূলত কাজের অগ্রগতি সম্পর্কেই রিপোর্ট নেবেন মুখ্যসচিব। রাজ্য প্রশাসনে প্রটোকলে মুখ্যমন্ত্রীই শেষ কথা। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই প্রশাসনিক বৈঠকে মুখ্যসচিব। এর আগে বিভিন্ন প্রশাসনিক বৈঠকে বিভিন্ন দপ্তরের মন্ত্রী-সচিব মুখ্যমন্ত্রীর উস্মার সামনাসামনি হয়েছেন। কারণ তারা দেখেছেন মুখ্যমন্ত্রীর স্মৃতি দুর্বল নয়, বরং কাগজ কলম না নিয়েই যে কোনো দফতরের আধিকারিক বা কোনো আমলাকে আগে কি নির্দেশ দিয়েছেন ও সেই কাজ কেন হয়নি? তা নিয়ে রীতিমতো কৈফিয়ত চেয়েছেন। ধমক খেতে হয়েছে তাবড় মন্ত্রীদের। সেই কারণেই শনিবার রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবন নবান্নতে ১২ টি দফতরকে নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন মুখ্যমন্ত্রীর নির্দেশে মুখ্যসচিব মনোজ পন্থ । রাজ্য সরকারের নিজস্ব ৯৭ টির মতো সামাজিক প্রকল্প রয়েছে। পাশাপাশি কেন্দ্র- রাজ্য যৌথ প্রকল্প রয়েছে।

সেই প্রকল্পগুলির কাজ কতদূর এগোলো বা যদি থেমে থাকে তা কেন? তার উত্তর চাইবেন মুখ্যসচিব। কোন কোন দপ্তরের কোন প্রকল্প কি অবস্থায় আছে তা নিয়েও বিশেষ পর্যালোচনা করা হবে। দপ্তরের প্রধান সচিব সহ অন্যান্য আধিকারিকরা তো অবশ্যই থাকবেন আর থাকবেন জেলার জেলাশাসকরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের উন্নয়ন কর্মসূচিতে কোনো বিলম্ব বা কাজ ফেলে রাখার বিরোধী। তিনি ডু ইট নাও বলেন না বলেন ডু ইন অ্যাডভান্স। তাই এই বৈঠককে বিশেষ গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা।

09:52