Upload By K. Halder at 21th March 2025, 04:31 PM
বঙ্গবার্তা ব্যুরো,
শহর কলকাতায় ফের বিধ্বংসী আগুন, প্রাণ গেলো দুই পুরোহিতের। উত্তর কলকাতার নিমতলায় পাথুরিয়াঘাটার মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রোডে একটি কাপড়ের গুদামে ভোর রাতে আগুন লাগে, অল্পক্ষনেই তা দাবানলের মত ছড়িয়ে পড়ে।
কালোধোঁয়া পাশের বাড়িকেও গ্রাস করে। সেখানেই ঘুমাচ্ছিলেন দুই পুরোহিত। বেঘোরেই প্রাণ যায় তাদের। দমকলের ১০ টি ইঞ্জিন ৪ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দুপুরে ঘটনাস্থলে আসেন মেয়র ফিরহাদ হাকিম, তিনি বলেন আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল, দুই পুরোহিতের মৃত্যু দুর্ভাগ্যজনক।