অপারেশন সিঁদুর পাকিস্তান নয়, ভারত লড়েছে তিন দেশের বিরুদ্ধে:

স্টোরি ১, ছবি- সোশ্যাল মিডিয়া থেকে স্ক্রিনশট

বঙ্গবার্তা ব্যুরো,

সীমান্তে একজন নয়, তিন প্রতিপক্ষের বিরুদ্ধে ভারতকে লড়তে হয়েছে বলে দাবি করেছেন ভারতের উপ-সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং। তিনি বলেন, প্রতিপক্ষ হিসেবে পাকিস্তান দৃশ্যমান হলেও নেপথ্যে থেকে চীন ও তুরস্ক তাদের সর্বতোভাবে সাহায্য করেছে।

ভারতের ডেপুটি চিফ অব আর্মি স্টাফ, কেপাবিলিটি ডেভেলপমেন্ট অ্যান্ড সাসটেনেন্স লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং বলেছেন, চীন পাকিস্তানকে শুধু সামরিক সরঞ্জামই দেয়নি, সেগুলোর কার্যকারিতা যাচাইয়ের ক্ষেত্র হিসেবে কাজ করেছে পাকিস্তান। ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নিউ এজ মিলিটারি টেকনোলজিস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভারত পাকিস্তান সংঘাতের সময়কার ঘটনা নিয়ে তিনি এই মন্তব্য করেন।

চীনের প্রসঙ্গ টেনে ভারতের কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছে বিরোধীদল কংগ্রেস। প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ অভিযোগ তুলেছেন, পাকিস্তানকে সাহায্যের বিষয়ে চীনের ভূমিকা নিয়ে যা এতদিন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে তা পাবলিক প্লাটফর্মে দাঁড়িয়ে স্পষ্ট করে দিয়েছেন ডেপুটি আর্মি চিফ উপ সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং।


15:47