অপারেশন সিঁদুর শুধু পাকিস্তান নয়, ভারত লড়েছে তিন দেশের বিরুদ্ধেঃ

স্টোরি ৭ , ছবি- সোশ্যাল মিডিয়া থেকে স্ক্রিনশট

পাকিস্তানকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম দেওয়ার বিষয়টাকে অন্যভাবে ব্যাখ্যা করেছেন অবসরপ্রাপ্ত উইং কমান্ডার এবং সুরক্ষা বিশেষজ্ঞ প্রফুল্ল বক্সী।

তার কথায়, চীনের আগ্রহের কারণ, তাদের অস্ত্র ব্যবহার করে পাকিস্তান যদি ভারতের ক্ষতি করতে পারে তাহলে, তাদের বাণিজ্যিক লাভ হবে। সেই ফলাফল দেখিয়ে তারা অন্যদেশকেও সামরিক সরঞ্জাম বিক্রি করতে পারবে।

অন্যদিকে, সাপ্লাই চেনসহ অন্যান্য যে সমস্ত বিষয়ে রাহুল আর সিং সমালোচনা করেছেন, তার পিছনে যৌক্তিকতা রয়েছে বলে মনে করে এই সাবেক সেনা কর্মকর্তা।

তার মতে, অভ্যন্তরীণ কিছু সমস্যা আছে যা কখনোই অস্বীকার করা যায় না। এখানে ব্যুরক্রেসি রয়েছে। তাছাড়া প্রশাসনিক স্তরে যারা ডিসিশন মেকার যারা সিদ্ধান্ত নেন তাদের সামরিক বিষয়ে তেমন অভিজ্ঞতা নেই বললেই চলে। সেনা কর্মকর্তারা আবার বেশিরভাগ সময়েই তাদের বিরুদ্ধে গিয়ে কোনো কথা বলতে পারেন না, তাদের সে সুযোগও থাকে না।

সরবরাহ শৃঙ্খলা মজবুত না হওয়ার কারণে সরঞ্জাম দেরিতে এসে পৌঁছানোর বিষয়টা অনেকদিন ধরেই রয়েছে। এর একমাত্র সমাধান হলো, অন্য দেশের ওপর নির্ভর না করে ভারতেই সেই সমস্ত সরঞ্জাম তৈরি করতে হবে বলে পরামর্শ প্রফুুল্ল বক্সীর।

23:54