মুর্শিদাবাদের আক্রান্ত এলাকায় সিপিএম গেলো তৃণমূলের বি টীম বলেই, দাবী শুভেন্দুর

Published By Subrata Halder on 16 April 2025 at 04:32pm

বঙ্গবার্তা ব্যুরো,
অশান্ত মুর্শিদাবাদে যেতে চান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অনুমতি চেয়ে তিনি কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছেন। বুধবারেই আবেদনের শুনানি হতে পারে হাইকোর্টে। শুভেন্দুর অভিযোগ সিপিএম তৃণমূলের বিটিম তাই তাদের নেতা মহম্মদ সেলিমকে মুর্শিদাবাদে যেতে দেওয়া হয়েছে। অথচ বিজেপি নেতাদের সেখানে যেতে বাধা দেওয়া হচ্ছে। মোথাবাড়ি, ধুলিয়ান এবং শামসেরগঞ্জ এলাকায় যারা হিংসা ঘটিয়েছে তাদেরই নেতাজি ইন্ডোরে পুরস্কৃত করা হচ্ছে বলে অভিযোগ শুভেন্দু অধিকারীর। তার দাবী এসব কিছুই মমতার চক্রান্ত। যে সব জায়গায় হিংসার ঘটনা ঘটছে সেখানে তৃণমূল হেরেছে। ইচ্ছে করে সেখানে দাঙ্গা লাগিয়ে মুসলিম ভোট সংগঠিত করার জন্য এই ঘটনা পরিকল্পনা করে করা হয়ছে।
শুভেন্দুর অভিযোগ যারা আক্রান্ত তারাই এনআইএ তদন্ত দাবি করেছেন। তিনি বলেন ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।

08:14