বঙ্গবার্তা ব্যুরো,
মোদির জামানায় দেশে ফেরত পাঠানো হল ১০৪ জন ভারতীয়কে।বেসরকারি সূত্রে এই সংখ্যা ২০৫। যদিও ভারত বা আমেরিকা কেউই এই বিষয়ে স্পষ্ট করে কিছু জানায় নি। ফেরত পাঠানো ভারতীয়দের ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসী বলে চিহ্নিত করেছে।এদিকে ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই সব ভারতীয়দের কারুর বিরুদ্ধে অপরাধের রেকর্ড থাকলে তাঁদের গ্রেপ্তার করা হবে। যাঁদের ফেরত পাঠানো হয়েছে তাঁদের বেশিরভাগই পঞ্জাব, গুজরাত এবং হরিয়ানার বাসিন্দা।
বুধবার বেলা একটা পঞ্চান্ন মিনিটে আমেরিকার সামরিক সি-১৭ গ্লোবমাস্টার বিমান অমৃতসরের শ্রী গুরু রামদাসজী আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। ওই বিমানেই প্রথম দফায় ১০৪ জন ভারতীয়কে নিয়ে আসা হয়। বিমানে ১১ জন ক্রু এবং ৪৫ জন আধিকারিক ছিলেন। প্রয়োজনীয় নথিপত্র তাঁরা নিয়ে আসেন। এদিন যাঁদের ফেরত পাঠানো হয় তাঁদের মধ্যে ৩৩ জন গুজরাত এবং হরিয়ানার, ৩০ জন পঞ্জাবের, উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রের তিন জন এবং দু জন চন্ডীগড়ের।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যাঁদের ফেরত পাঠানো হয়েছে তাঁদের পুরোন রেকর্ড দেখা হবে। অর্থাৎ এঁদের মধ্যে কেউ কোনও অপরাধ করে দেশ ছেড়ে পালিয়েছিল কিনা তা দেখবে সরকার।
ট্রাম্প আমেরিকায় ক্ষমতায় আসার পর এই প্রথম এত বেশি সংখ্যায় অবৈধ অভিবাসীকে কোনও দেশে ফেরত পাঠানো হল। সরকারি ভাবে এই নিয়ে ভারত সরকারের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি।
ঠাঁই দিল না আমেরকা, ফেরত পাঠাল শতাধিক ভারতীয়কে
![](https://bangobarta.com/wp-content/uploads/2025/02/gupo5gp_us-illegal-immigration-generic-_625x300_26_October_24.webp)