Upload By K. Halder at 28th April 2025, 1:23 PM
বঙ্গবার্তা ব্যুরো,
পহেলগামে হামলার পর লাগাতার ভারত পাক সীমান্তে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে চলেছে পাকিস্তানি সেনা। রবিবার রাতেই গুলি চলেছে কুপওয়ারা ও পুঞ্চ জেলায়। এমন পরিস্থিতিতেই সোমবার সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে হাজির হন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। প্রায় ৪০ মিনিট বৈঠক হয়। জানা যাচ্ছে পহেলগাম হামলার পর যুদ্ধের আবহে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা কতখানি প্রস্তুত, সেই নিয়ে আলোচনা করতেই সম্ভবত প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়েছেন রাজনাথ। এর আগে, রাজনাথ সিং সেনাবাহিনীর প্রধান জেনারেল অনিল চৌহানের সঙ্গে বৈঠক করে পহেলগাম হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে সেনাবাহিনীর নেওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আলোচনা করেন।
ভারতীয় সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ২৭-২৮ এপ্রিল রাতের মধ্যে, পাকিস্তান সেনার পোস্টগুলি কুপওয়ারা ও পুঞ্চ জেলার বিপরীত এলাকায় নিয়ন্ত্রণরেখা বরাবর ছোট অস্ত্র থেকে অকারণে গুলি চালিয়েছে। ভারতীয় সেনাবাহিনী এর দ্রুত এবং উচিত জবাব দিয়েছে।
এদিকে পহেলগাঁও হামলাকে কাশ্মীরিয়তের উপর আক্রমণ বলে উল্লেখ করে জম্মু ও কাশ্মীর বিধানসভা একটি নিন্দাপ্রস্তাব গ্রহণ করেছে। প্রস্তাবে বলা হয়েছে, আমরা নিহতদের পরিবারের পাশে আছি। বিধানসভা আবেদন করেছে, এই কাপুরুষোচিত হামলার বিরুদ্ধে একত্রিত প্রতিক্রিয়া দেখাতে হবে এবং এটাই শেষ সন্ত্রাসবাদী হামলা হওয়া উচিত।