কাশ্মীরে পহেলগামে ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, সন্ত্রাসবাদীদের স্কেচ প্রকাশ, জরুরী বৈঠক প্রধানমন্ত্রীর

Pahalgam Terror Attack 2025

Upload By K. Halder at 23th April 2025, 01:41 PM

বঙ্গবার্তা ব্যুরো,
পহেলগামের বৈশরণে জঙ্গী হামলার দায় স্বীকার করলো লস্করই তৈবার ছায়া সংগঠন টিআরএফ। মঙ্গলবার রাতেই এই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে এই পাক জঙ্গী গোষ্ঠী। গত বছর জুন মাসে জম্মু-কাশ্মীরের রেইসি জেলায় পুণ্যার্থীদের একটি বাসেও হামলা চালিয়েছিল টিআরএফ জঙ্গীরা। মৃত্যু হয় অন্তত ১০ জন পুণ্যার্থীর।


ন্যাক্কারজনক এই হামলার পর বড় আকারে তল্লাশি অভিযান শুরু করেছে সেনাবাহিনী, সিআরপিএফ এবং জম্মু-কাশ্মীর পুলিশ। এলাকা ঘিরে চলছে চিরুনি তল্লাশি। মঙ্গলবারের নৃশংস হামলায় জড়িত সন্ত্রাসবাদীদের স্কেচ প্রকাশ করা হয়েছে নিরাপত্তা সংস্থার তরফে।

নিরাপত্তা সংস্থাগুলি সন্ত্রাসবাদী দের খুঁজে বের করতে এবং এই ভয়াবহ হামলার পিছনের নির্মম পরিকল্পনা উদ্ঘাটনের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে । দুর্গম অঞ্চল হওয়ায় আহতদের হেলিকপ্টারে এবং স্থানীয়দের সহায়তায় ঘোড়ায় চাপিয়ে পহেলগামে নিয়ে যাওয়া হয়েছে।

জম্মু ও কাশ্মীর প্রশাসন অনন্তনাগ ও শ্রীনগরে ২৪ ঘন্টার কন্ট্রোল রুম চালু করেছে। হামলার খবর পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দু দিনের সৌদি সফর থেকেই দিল্লি ফিরে এসেছেন। বিমানবন্দরে পৌঁছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও বিদেশসচিব বিক্রম মিস্রিকে নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন।


বুধবার ঘটনাস্থলে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগে সকালে শ্রীনগরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একটি উচ্চ-স্তরের বৈঠক করেন।এদিন সকালে তিনি পহেলগামে জঙ্গি হামলায় নিহতদের শেষ শ্রদ্ধা জানান। কথা বলেন তাদের পরিজনদের সঙ্গে। প্রধানমন্ত্রীর নির্দেশে মঙ্গলবার রাতেই শ্রীনগর পৌঁছান তিনি। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে উপত্যকায় পৌঁছেছে জাতীয় তদন্তকারী দল এনআইএ।

08:07