Upload By K. Halder at 23th April 2025, 08:03 AM
বঙ্গবার্তা ব্যুরো,
সাম্প্রতিক সময়ে জম্মু-কাশ্মীরের সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হানায় শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ২৬ জন পর্যটক নিহত হয়েছেন, সংখ্যাটা আরও বাড়তে পারে। এখনও বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি। আহতদের উদ্ধার করতে সামরিক হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্রীনগরে পৌঁছেছেন, যেখানে তিনি সমস্ত সংস্থার সঙ্গে জরুরি নিরাপত্তা পর্যালোচনা করছেন।এর আগে, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই ঘটনা সম্পর্কে ব্রিফিং দেন। লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা জানিয়েছেন, সন্ত্রাসীদের নিষ্ক্রিয় করতে একটি অ্যান্টি-টেরার অপারেশন চালু করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেছেন, “পাহালগাম হামলার অপরাধীদের তাদের নৃশংস কর্মের জন্য চড়া মূল্য দিতে হবে।”
জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের সন্ত্রাসী হামলায় ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র সৌদি আরব থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করেন এবং তাঁকে ঘটনাস্থলে যাওয়ারও নির্দেশ দেন। কাশ্মীর যাওয়ার আগে অমিত শাহ তাঁর বাসভবনে একটি জরুরি বৈঠক ডাকেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই বৈঠকে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, সিআরপিএফ ডিরেক্টর জেনারেল, জম্মু কাশ্মীর পুলিশের ডিরেক্টর জেনারেল এবং সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্তারা।
যখন দেশে এই হামলা হয়েছে সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরবে দুই দিনের সফরে রয়েছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স ভারত সফরে রয়েছেন। প্রধানমন্ত্রী মোদী এই হামলাকে কঠোর ভাষায় নিন্দা করে বলেছেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের সংকল্প অটল এবং একে আরও জোরদার করা হবে।ওদের এজেন্ডা কখনই সফল হবে না।” জে. ডি. ভ্যান্সও এই “ভয়াবহ সন্ত্রাসী হামলার” নিন্দা করেছেন। তিনি বলেন, “গত কয়েক দিনে আমরা এই দেশ ও তার মানুষের সৌন্দর্যে মুগ্ধ হয়েছি। এই ভয়াবহ হামলায় শোকাহতদের জন্য প্রার্থনা জানাচ্ছি।”
এই হামলার নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডলে মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন।হামলার পর তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘কাশ্মীরের পহেলগাঁওয়ে নিষ্ঠুর জঙ্গি হামলা আমাকে স্তম্ভিত করেছে। যারা স্বজন হারিয়েছেন, সেই পরিবারগুলির প্রতি আমার গভীর সহমর্মিতা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই সন্ত্রাস ভীষণভাবে নিন্দনীয়। কোনওভাবেই যেন দোষীরা ছাড় না পেয়ে যায়, সেটা নিশ্চিত করতে হবে।”