বঙ্গবার্তা ব্যুরো,
পাকিস্তানে হাইজ্যাক করা ট্রেন থেকে ১০০ জনেরও বেশি পণবন্দীকে উদ্ধার করল পাক সেনাবাহিনী। সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের রাতভর গুলিবিনিময়ে ১৬ জন বিদ্রোহীর মৃত্যু হয়েছে বলে খবর মিলেছে। জাফর এক্সপ্রেসে কতজন বন্দী রয়ে গেছে এখনও স্পষ্ট নয় । মঙ্গলবার বালুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে পেশোয়ারের উদ্দেশে রওনা হওয়া ৪০০ জনেরও বেশি যাত্রী সহ জাফর এক্সপ্রেস হাইজ্যাক করে বালোচ জঙ্গিরা।প্রথমে জঙ্গিরা রেললাইন উড়িয়ে দেয় এবং ট্রেনটি থামতে বাধ্য করে, এরপর তারা ট্রেনে উঠে পড়ে এবং হাইজ্যাক করার কথা জানায়। মঙ্গলবার রাতেই বালোচ জঙ্গিদের হাইজ্যাক করা ট্রেন থেকে যাত্রীদের উদ্ধারে নামে পাক সেনা।
জানা গেছেন নিরাপত্তা বাহিনী ও বিদ্রোহী জঙ্গিদের সঙ্গে গুলিবিনিময়ের পর ১০৪ জন পণবন্দীকে উদ্ধার করা গেছে। উদ্ধারহওয়া যাত্রীদের মধ্যে ৫৮ জন পুরুষ, ৩১ জন মহিলা এবং ১৫ জন শিশু রয়েছে।উদ্ধারের পর পরই তাঁদের একটি অস্থায়ী হাসপাতাল নিয়ে যাওয়া হয়।বালোচ লিবারেশন আর্মি বা বিএলএ কোনো হতাহতের কথা অস্বীকার করেছে।তাঁদের দাবি তারা ৩০ জন সৈন্যকে হত্যা করেছে, যাদিও পাক সেনা যা কর্তৃপক্ষ নিশ্চিত করেনি।প্রতিবেদন অনুযায়ী বালোচ জঙ্গিরা অন্ধকারে ছোট ছোট দলে বিভক্ত হয়ে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু সেনাবাহিনী টানেলটি ঘিরে ফেলে।তবে পার্বত্য এলাকা হওয়ায় বন্দীদের উদ্ধার করা অভিযান কঠিন হয়ে পড়েছে।
পাকিস্তানে হাইজ্যাক ট্রেনে অভিযান, শতাধিক পণবন্দীকে উদ্ধার সেনার,বহু বিদ্রোহীর মৃত্যু
