নিয়ন্ত্রণরেখা বরাবর ফের যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের, জবাব ভারতের

Pakistan ceasefire violation LOC India response

Upload By K. Halder at 26th April 2025, 12:52 PM

বঙ্গবার্তা ব্যুরো,
ফের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে নিয়ন্ত্রণরেখা বরাবর হামলা চালাল পাকিস্তান। বৃহস্পতিবারের পর শুক্রবার রাতেও বিনা প্ররোচনায় চুক্তি লঙ্ঘন করে রাতভর গুলি চালিয়েছে পাক সেনা। গুলি ছোড়া হয়েছে ভারতীয় সেনাঘাঁটিগুলি লক্ষ্য করে। তবে এর পাল্টা জবাব দিয়েছে ভারতও। হতাহতের কোনও খবর নেই বলে সেনা সুত্রে জানানো হয়েছে।


পহেলগামে হামলার জেরে উদ্ভূত পরিস্থিতির মধ্যেই শুক্রবার রাতে পাকিস্তানি সেনারা লাইন অফ কন্ট্রোল জুড়ে ভারতীয় সেনা চৌকিগুলিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এই নিয়ে দুরাত ধরে পাকিস্তানি সেনারা ভারতীয় সীমান্তে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, জম্মু-কাশ্মীর ও লাদাখে ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে কার্যত সীমানা হিসেবে থাকা এলওসি জুড়ে একাধিক পাকিস্তানি চৌকি থেকে গুলিবর্ষণ করা হয়েছে। ভারতীয় সেনাও উপযুক্ত জবাব দিয়েছে বলে আধিকারিকরা জানিয়েছেন। তবে এই গোলাগুলিতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।


পাহেলগামে গত মঙ্গলবার সন্ত্রাসবাদী হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছে। পাক মদতপুষ্ট জঙ্গী সংগঠন লস্কর-এ-তৈবার সঙ্গে যুক্ত দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। জানা যাচ্ছে ২৬/১১ হামলার মূল মাথা ও লস্কর প্রধান হাফিজ সঈদ এই হামলাকারী সন্ত্রাসবাদী দের চালনা করেছিলেন। এর জেরে পাকিস্তানের বিরুদ্ধে ইতিমধ্যে কড়া পদক্ষেপ নিয়েছে দিল্লি। পাল্টা কিছু ব্যবস্থার কথা জানালেও বিনা প্ররোচনায় সীমান্তে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে পাকিস্তান।

18:37