রবিবার ভারতের বিরুদ্ধে জিততেই হবে পাকিস্তানকে


বঙ্গবার্তা ব্যুরো,
চ্যাম্পিয়নস ট্রফিতে রবিবার দুই চির প্রতিদ্বন্দ্বী মুখোমুখী হচ্ছে দুবাইতে।ভারতের বিরুদ্ধে এই ম্যাচ পাকিস্তানের কাছে মরণ বাঁচন লড়াই।প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে তারা বেশ চাপেই রয়েছে। তার ওপর রয়েছে খেলোয়াড়দের চোট আঘাতের সমস্যা এবং সবচেয়ে বড় বিষয় ব্যাটে বলে দলের নির্ভরযোগ্য খেলোয়াড়দের ফর্মে না থাকা। তবুও এই সব কিছু উপেক্ষা করে রবিবার নিজেদের উজাড় করে দিতে চাইছে পাকিস্তান।
প্রথম ম্যাচে জিতলেও ভারতেরও কিছু সমস্যা রয়েছে। সবচেয়ে বড় সমস্যা বিরাট-রোহিতের ব্যাটে রানের খরা চলছে। যশপ্রীত বুমরা টিমেই নেই। ফলে বোলিংএ একমাত্র ভরসা মহম্মদ শামি। নতুন বলে তিনিই এখন ভারতের বোলিং অপারেশন শুরু করছেন।
ভারতের ভরসা বিরাট-রোহিতের রানের ঘাটতি অনেকটাই মিটিয়ে দিচ্ছেন শুভমন গিল। তবে তাঁর ধারাবাহিকতার অভাব রয়েছে। অন্যদিকে পাকিস্তান তাদের পেস ব্যাটারির জন্য নির্ভর করছে নাসিম শাহের ওপর। মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্ষেত্রে তাঁর অভিষেক হয়। সেই সময়ে ১৫০ কিমি বেগে বল করে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। এই মুহূর্তে তাঁর বলে সেই গতি আর নেই, আছে শুধু নিজেকে প্রমাণ ক রার তাগিদ। সব মিলিয়ে এক রুদ্ধশ্বাস ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা।