সন্ত্রাসবাদীদের আশ্রয় ও মদতদাতা পাকিস্তান, ব্রিটিশ সংবাদ মাধ্যমে স্বীকারোক্তি পাক প্রতিরক্ষা মন্ত্রীর

Pakistan supports terrorism confession

Upload By K. Halder at 25th April 2025, 06:23 PM

বঙ্গবার্তা ব্যুরো,
অবশেষে সন্ত্রাসে মদত দেওয়ার কথা স্বীকার করে নিলেন খোদ পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, তিন দশক ধরে পাকিস্তান জঙ্গিদের আশ্রয় ও মদত দিয়ে আসছে। সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথাও মেনে নিয়েছেন যে তাদের এই কাজ ভুল ছিল এবং সেই জঘন্য কাজেরই ফল এখন ভুগছে পাকিস্তান নিজেই।


পাক প্রতিরক্ষা মন্ত্রী ব্রিটিশ সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এ কথাও বলেছেন যে তারা এই কাজ কখনও আমেরিকা কখনও ব্রিটেনের কথায় করেছেন বা করতে বাধ্য হয়েছেন।


পাক প্রতিরক্ষা মন্ত্রীর বন্তব্য ভারতের দীর্ঘদিনের অভিযোগের সত্যতাকেই মান্যতা দিল। ভারত দীর্ঘদিন ধরে বলে আসছে পাকিস্তানই আসলে বিশ্বজুড়ে বিভিন্ন জঙ্গি বা সন্ত্রাসমূলক কাজের মদত দাতা। খাজা আসিফের কথায় তারই প্রতিফলন ঘটল।


তিনি বলেন মার্কিন ব্লকে যোগ দিয়ে তাদের হয়ে কাজ করার ফলেই পাকিস্তান আজ কলঙ্কিত। তিনি বলেন লস্করের অস্তিত্ব আজ আর নেই, তারা অতীত। তবে টিআরএফের বিষয়ে তিনি কিছু জানেন না। এই টি আর এফই পহেলগামে হামলার দায় স্বীকার করেছে।


এর পাশাপাশি তিনি ভারতকে হুঁশিয়ারি দিতেও কসুর করেন নি। তিনি বলেন পহেলগামে ঘটনার পর ভারত যা করছে তা দু দেশের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি করছে। তিনি বলেন বিশ্বের এই বিষয়ে চিন্তা করা উচিত। খাজা বলেন, মনে রাখা দরকার পাকিস্তানও পরমাণু শক্তিধর দেশ। ভারত যা কিছু করবে তার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া হবে। ভারত যদি পুরোপুরি আক্রমণের রাস্তা বেছে নেয় তাহলে পাকিস্তান ও সর্বাত্মক যুদ্ধের দিকেই যাবে বলে পাক প্রতিরক্ষা মন্ত্রী মন্তব্য করেন।

18:57