দিল্লির সিদ্ধান্তের পাল্টা,ভারতের সঙ্গে সিমলা চুক্তি স্থগিত ইসলামাবাদের

Upload By K. Halder at 24th April 2025, 08:15 PM

বঙ্গবার্তা ব্যুরো,
পহেলগামে হামলার জেরে বুধবার ভারত যে সিদ্ধান্ত নিয়েছিল এবার ভারতের বিরুদ্ধেও সেই একই পথে হাঁটল ইসলামাবাদ। ইসলামাবাদে প্রায় দু’ঘণ্টা ধরে চলা জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক শেষ হতেই পাকিস্তান জানিয়েছে সিমলা চুক্তি সহ ভারতের সঙ্গে সব দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত রাখার কথা।
ভারতের পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তান ওয়াঘা সীমান্তে বাণিজ্য বন্ধ। ভারতীয় নাগরিকদের জন্য কেবল সার্ক ভিসা স্থগিত রাখা হচ্ছে। ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় সামরিক কূটনীতিকদের অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করেছে ইসলামাবাদ। এছাড়াও, তারা ভারতীয় হাই কমিশনে কূটনৈতিক কর্মীদের সংখ্যা ৩০ জনে সীমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এর পাশাপাশি তাদের আকাশসীমাও ভারতকে আর ব্যবহার করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। প্রতিটি ভারতীয় উড়ানসংস্থার জন্য এই নিয়ম কার্যকর থাকবে বলে জানিয়েছে তারা।
১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধের পর ১৯৭২ সালে সই হওয়া শিমলা চুক্তি দুই দেশের মধ্যে শান্তি ও ভবিষ্যৎ দ্বিপাক্ষিক আলোচনা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এই চুক্তি স্থগিত করল পাকিস্তান।তবে সিন্ধু জল চুক্তি স্থগিত করায় বিপাকে পড়েছে ইসলামাবাদ। পাকিস্তান জানিয়েছে, সিন্ধু জল চুক্তি অনুযায়ী পাকিস্তানের জলের প্রবাহ বন্ধ বা অন্য দিকে ঘুরিয়ে দেওয়ার কোনও চেষ্টা, অথবা নিম্ন অববাহিকার দেশের অধিকার লঙ্ঘন যুদ্ধের কাজ হিসেবে বিবেচনা করা হবে । এর জবাবে পাকিস্তান পূর্ণ শক্তি প্রয়োগ করবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ।

07:34