বঙ্গবার্তা ব্যুরো,
পতাকা বিতর্কে জড়িয়ে গেল পাকিস্তানের নাম। বুধবার শুরু হচ্ছে আট দেশের চ্যাম্পিয়নস ট্রফি। আয়োজক দেশ পাকিস্তান। পাকিস্তানের তিন স্টেডিয়ামে খেলা হবে। লাহোর, করাচি এবং রাওয়ালপিণ্ডি স্টেডিয়ামে। প্রথম ম্যাচ পাকিস্থান এবং নিউজিল্যান্ডের। এদিকে খেলা শুরু হওয়ার আগেই ভারতের জাতীয় পতাকা নিয়ে বড় বিতর্ক দেখা দিয়েছে। অভিযোগ পাকিস্তানের স্টেডিয়ামে ভারতের পতাকা দেখা যাচ্ছে না। আই সি সি র নিয়ম অনু্যায়ী কোন টুর্ণামেন্ট যখন হয় তাতে যে সব দেশ অংশ নেবে তাদের জাতীয় পতাকা স্টেডিয়ামে থাকতে হবে। পাকিস্তানের স্টেডিয়ামে ভারতের জাতীয় পতাকা দেখা না যাওয়া নিয়েই শুরু হয়েছে বিতর্ক।চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে প্রথম থেকেই মতবিরোধ ছিল। পাকিস্তানে এই টুর্ণামেন্ট করায় ভারত আপত্তি জানিয়েছিল। তারা জানায় পাকিস্তানে খেলা হলে তারা সেখানে যাবে না। ভারত নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তানে খেলতে অস্বীকার করে।এই প রিস্থিতিতে আই সি সি র হস্তক্ষেপে স্থির হয়, ভারত তাদের ম্যাচ নিরপেক্ষ দেশের মাটিতে খেলবে। সিদ্ধান্ত অনুযায়ী ভারত তাদের ম্যাচ খেলবে দুবাইতে।ভারত পাকিস্তানে খেলতে যেতে রাজি না হওয়ায় তারাও আই সি সিকে জানিয়েছে ভবিষ্যতে কোনও টুর্ণামেন্ট ভারতে হলে তারাও খেলতে যাবে না।দুই পড়শি দেশের এই মনোমালিন্যের ফলে আই সি সি সিদ্ধান্ত নিয়েছে ২০২৭ সাল পর্যন্ত এই দুই দেশ নিরপেক্ষ দেশে গিয়েই ম্যাচ খেলবে। এদিকে বহু পাকিস্তানী ক্রিকেট ভক্ত আর্জি জানিয়েছেন ভারত যেন সে দেশে খেলতে যায়। এই আর্জি নিয়ে তাঁরা স্টেডিয়ামে প্ল্যাকার্ডও দেখিয়েছেন। তাঁরা বলছেন পাকিস্তানে নিরাপত্তার অভাব নেই।