পীযূষ চক্রবর্তী,
বার বার বয়ান বদল করেও রেহাই মিলল না। অবশেষে গ্রেফতার হলেন পানাগড়কাণ্ডে মৃত সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়িচালক রাজদেও শর্মা। সোমবার রাতে তাকে কাঁকসা থানার পুলিশ ভদ্রেশ্বর থেকে গ্রেফতার করে। সুতন্দ্রার মায়ের অভিযোগের ভিত্তিতেই পুলিশ তাকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখে পানাগড়ে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধার সুতন্দ্রার। চন্দননগরের বাসিন্দা সুতান্দ্রর মায়ের অভিযোগ ছিল, কয়েক জন মত্ত যুবক তার মেয়ের গাড়িটিতে বার বার ধাক্কা দিতে থাকে। তাকে কুকথা বলতে থাকে ওই গাড়িতে থাকা লোকজন। তার ফলেই সুতন্দ্রাদের গাড়ি উল্টে গিয়ে ওই যুবতীর মৃত্যু হয়। সুতন্দ্রার মা ও পুলিশের কাছে এমনই দাবি করেন তার গাড়িচালক এবং সহকর্মীরা। পরে পুলিশের কাছে বয়ান বদল করেন সুতন্দ্রার গাড়িচালক। পুলিশ অবশ্য রেষারেষির জেরেই সুতন্দ্রাদের গাড়ি উল্টে গিয়েছিল বলে দাবি করে। পরে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনে পুলিশ। পুলিশ দাবি করে, ওইদিন রাতে বরং যুবকদের গাড়িটিকেই ধাওয়া করেছিল সুতন্দ্রাদের গাড়ি। আর তার পরই নিজের বয়ান বদলান রাজদেও। বয়ান বদলের বিষয়টি জানতে পেরে সুতন্দ্রার মা তনুশ্রী চট্টোপাধ্যায় চন্দননগর থানায় একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ভদ্রেশ্বরের দাস পাড়া থেকে রাজদেওকে গ্রেফতার করে। দিন দুয়েক আগে পুলিশের হাতে ধরা পড়ে অপর গাড়ির চালক।
পানাগড় কাণ্ডে গ্রেফতার এবার সুতন্দ্রার গাড়ির চালক
