Published By Subrata Halder on 15 April 2025 at 01:52 pm
বঙ্গবার্তা ব্যুরো,
পাসপোর্ট জালিয়াতি মামলায় গেদে থেকে গ্রেফতার জল পাসপোর্ট চক্রের পান্ডা অলকনাথ। তাকে গ্রেফতার করেছে ইডি। ১০ ঘণ্টার বেশি সময় জিজ্ঞাসাবাদের পর তাকে আটক করা হয় । তাকে নিয়ে আসা হয়েছে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে।
পাসপোর্ট জালিয়াতি মামলায় নদীয়ার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার গেদে উত্তরপাড়ায় তদন্তে আসে ইডি। দীর্ঘ ১০ ঘন্টা জেরার পর অবশেষে অলক নাথ কে নিয়ে যায় ইডি গোয়েন্দারা। তদন্তে জেরার মুখে অসংগতি লক্ষ্য করায় তাকে আটক করা হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
নদীয়ার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা গেদে উত্তর পাড়ায় সাত সকালেই ইডির হানা শুরু হয়। গেদে উত্তরপাড়ার বাসিন্দা অলক নাথের বাড়িতে সাত সকালে পৌঁছন ইডি আধিকারিক। প্রথমে অলকনাথের বাড়ি সিআরপিএফ জওয়ানরা ঘিরে ফেলে। বাড়িটে ঢুকে শুরু হয় জেরা। খতিয়ে দেখা হচ্ছে বিভিন্ন নথিপত্র। দীর্ঘক্ষণ ধরে ইডির জিজ্ঞাসাবাদ চলে।
অলক নাথ দীর্ঘদিন ধরেই পাসপোর্ট অফিসে কাজ করতেন। ইডি সূত্রে খবর অলোকনাথ জাল পাসপোর্ট ভিসা তৈরীর চক্রের অন্যতম এজেন্ট। আজ তাকে আদালতে
তোলা হবে।