বঙ্গবার্তা ব্যুরো,
বেশ কয়েকদিন ধরেই খবরের শিরোনামে পানিহাটি পুরসভা । প্রায় ৮৫ বিঘের অমরাবতী মাঠ বিক্রি করে দেওয়ার অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি। অভিযোগ গিয়ে পড়ে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তিনি পুরো বিষয়ে খুবই বিরক্ত বলে তৃণমূল সূত্রে খবর। এরপরেই তাঁকে পুরপ্রধানের পদ থেকে পদত্যাগ করতে বলা হয়।দলের নির্দেশ পেয়েও পদত্যাগে রাজি হননি পুর প্রধান মলয় রায়। এই পরিস্থিতিতে আসরে নামেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। মঙ্গলবার তিনি বিধায়ক নির্মল ঘোষের ঘর থেকে ফোন করেন মলয় রায়কে। তিনি তাঁকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন মুখ্যমন্ত্রী চাইছেন তিনি পদত্যাগ করুন। ফিরহাদ হাকিমের কাছ থেকে এই বার্তা পেয়েই এবং নেত্রীর অসন্তোষের আঁচ পেয়ে তিনি পদ ছাড়তে রাজি হয়েছেন বলে জানা গেছে।
বেশ কিছুদিন ধরেই পানিহাটি পুরসভায় বহু জটিলতা চলছে। আবর্জনা ফেলার জায়গার অভাব, পুর পরিষেবা প্রায় বন্ধ এই সব অভিযোগে স্থানীয় বাসিন্দারা প্রচন্ড ক্ষুব্ধ। সাধারণ মানুষের ক্ষোভের আঁচ পেয়েই তৃণমূলের শীর্ষ নেতারা এই বিষয়ে পদক্ষেপ করেন। কিন্তু তাঁদের কথায় পদ ছাড়তে রাজি হননি মলয় রায়। সূত্রের খবর দলেরই এক শীর্ষ নেতার হাত তাঁর মাথায় থাকার কারণেই তিনি দলের নির্দেশ অমান্য করার সাহস দেখাতে পেরেছিলেন।কিন্তু এবার খোদ মুখ্যমন্ত্রীর নামে তাঁকে পদ ছাড়তে বলায় বিপদ বুঝে সরে আসতে রাজি হয়েছেন পানিহাটির পুর প্রধান মলয় রায়।
বহু টালবাহানার পর সরে যেতে রাজি পানিহাটির পুর প্রধান
