নামলেন পন্থ, ব্রাত্য কিপারকেই দলে ফেরানো হতে পারে

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর

ছবি-বিসিসিআই ফেসবুক পেজ

ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম দিন ডান পায়ে চোট পান ঋষভ পন্থ, তাঁর চোট বেশ গুরুতর। এই পরিস্থিতিতে পন্থকে নিয়ে ম্যাচ শুরুর আগেই বিবৃতি দেয় বিসিসিআই। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়। এই টেস্টে আর উইকেটরক্ষকের ভূমিকায় দেখা যাবে না। তাঁর বদলে ধ্রুব জুরেল বাকি টেস্টে উইকেটরক্ষকের ভূমিকায় থাকবেন। কিন্তু চোট পাওয়ার পরেও পন্থ দলের সঙ্গেই রয়েছেন। প্রয়োজন পড়লে তিনি ব্যাট করতে নামবেন। এই বিবৃতি থেকে পরিষ্কার, ব্যথা কমানোর ওষুধ খেয়েও প্রয়োজনে ব্যাট করতে নামবেন পন্থ।

দ্বিতীয় দিনে ভারতের রান তখন ৩০০-র গণ্ডি পেরিয়ে গিয়েছে। টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে তখন হঠাৎই দেখা গেল ভারতীয় দলের জার্সি গায়ে দাঁড়িয়ে রয়েছেন ঋষভ পন্থ। ক্যামেরায় তাঁর মুখ ভেসে উঠতেই মাঠে উপস্থিত দর্শকরা তাঁকে অভিবাদন জানান। আর তিনি যখন ব্যাট করতে নামেন, দর্শকরা উঠে দাঁড়িয়ে তাঁকে স্বাগত জানান।

প্রথম দিনের শেষ বেলায় ক্রিস ওকসের ইয়র্কারে রিভার্স সুইপ করতে গিয়ে তাঁর ডান বুটে লাগে। সঙ্গে সঙ্গেই জুতো খুলে ফেলেন পন্থ। দেখা যায় পা ফুলে গিয়েছে। লর্ডস টেস্টে আঙুলের চোট নিয়েও খেলা চালিয়ে যান। অর্ধশতরানও করেন। কিন্তু বুধবার আর খেলা চালিয়ে যেতে পারেননি। এমনকী নিজে হেঁটেও মাঠ ছাড়তে পারেননি।

সংবাদসংস্থা পিটিআইকে বোর্ডের এক কর্তা জানিয়েছেন, এই ম্যাচই শুধু নয়, সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন ঋষভ পন্থ। সূত্রের খবর, তাঁর চোটের যা পরিস্থিতি অন্তত দু-মাসের জন্য় মাঠের বাইরে থাকতে হতে পারে। ম্যাঞ্চেস্টার টেস্টে আপাতত দশজনে ভারত।

৩৭ রানে মাঠ ছেড়েছিলেন পন্থ। আর ব্যাটিংয়ে নামতে পারবেন না। পরিবর্ত হিসেবে ধ্রুব জুরেলকে শুধুমাত্র কিপিংয়ের জন্য খেলানো যেতে পারে। কনকাশন পরিবর্ত না হওয়ায় ব্যাটিংয়ে পাওয়া যাবে না ধ্রুব জুরেলকে।ঈশান কিষাণকে শেষ টেস্টে দলে ডাকা হতে পারে।