জুতোতেই অসম্ভবকে সম্ভব করলেন পন্থ

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর

ছবি-বিসিসিআই ফেসবুক পেজ

চোট পাওয়ার পা নিয়েই দলের প্রয়োজনে খেলেছেন ঋষভ পন্থ। কিন্তু ভাঙা পা নিয়ে কীভাবে খেললেন পন্থ! এর নেপথ্যে রয়েছে একটি বিশেষ জুতো। স্বাভাবিকের চেয়ে অনেকটা মোটা এই জুতোই হল মুন বুট। পায়ের বা গোড়ালির চোট সারাতে অনেক সময় এই জুতো ব্যবজার করেন চিকিৎসকরা। ওয়াকিং বুট বা অর্থোপেডিক বুট বলেও পরিচিত এই জুতো।

পায়ের নানা রকম সমস্যা মেটাতে ব্যবহার হয় এই মুন বুট। পা বা গোড়ালি ভাঙা, লিগামেন্ট ছেঁড়া, পা ফুলে যাওয়া-নানারকম সমস্যা সারাতে মুন বুট ব্যবহার করা হয়। এই জুতোটি অনেকটা মহাকাশ্চারীদের জুতোর মতো দেখতে
টেস্টের দ্বিতীয় দিনে শার্দূল ঠাকুর আউট হওয়ার পর ব্যাট করতে নামেন পন্থ। সিঁড়ি দিয়ে দেখা যায় তিনি খুঁড়িয়ে নামছেন। এর পর মাঠে নেমে ঈশ্বরকে ধন্যবাদ জানান তিনি। পন্থ ক্রিজে ছিলেন ৫৫ মিনিট, হাফ সেঞ্চুরি করে ফেরেন তিনি। ভাঙা পা নিয়ে খুব একটা বেশি দৌড়তে না পারলেও তিনি রান নেন।

ক্রিকেটের নিয়মে মাথায় চোট লাগলে তবেই কনকাসন পরিবর্ত নেওয়া যায়। সে ক্ষেত্রে পরিবর্ত ক্রিকেটার ব্যাট, বল সব করতে পারবেন। কিন্তু অন্য কোথাও চোট লাগলে পরিবর্ত ক্রিকেটার ফিল্ডিং করলেও ব্যাট, বল করতে পারেন না। সেই নিয়মেই বদল হতে পারে। একটি ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বড় চোটের ক্ষেত্রেও এ বার পরিবর্ত ক্রিকেটার ব্যাট, বল করতে পারবেন।

আইসিসি নিয়ম বদল করে বলতে পারে, যদি কারও মাথা ছাড়া শরীরের অন্য কোথাও বড় চোট লাগে তা হলেও পরিবর্ত নেওয়া যাবে। সেই ক্রিকেটার ব্যাট, বল করতে পারবেন।

15:38