এশিয়া কাপের পরও খেলতে পারবেন না পন্থ

বঙ্গবার্তা ব্যুরো,সন্দীপ সুর

ছবি- সোশ্যাল মিডিয়া

ম্যাঞ্চেস্টার টেস্টে পায়ে মারাত্মক চোট পান ঋষভ পন্থ। বল করছিলেন ওকস। তাঁর একটি ইয়র্কার রিভার্স সুইপ করতে গিয়ে ব্যাট ফসকে পায়ের পাতায় লাগে। যন্ত্রণায় ছটফট করতে থাকেন পন্থ। ভারতের হয়ে এশিয়া কাপ ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজ়ে খেলতে পারবে না পন্থ। সেপ্টেম্বরের ৯ তারিখ থেকে শুরু এশিয়া কাপ।

পন্থের পায়ে অস্ত্রোপচারের প্রয়োজন হয়তো হবে না, কিন্তু চোট সারতে অন্তত ছ’সপ্তাহ বা দেড় মাস সময় লাগবে। চিকিৎসকেরা তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। চোট সারার পরেও মাঠে নামার মতো পরিস্থিতিতে আসতে আরও কিছু দিন সময় লাগবে তাঁর। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে সুস্থতার পরীক্ষা দিয়ে ছাড়পত্র পেতে হবে পন্থকে।

অন্যদিকে পন্থের কথা তুলে ধরলেন ক্রিস ওকস। ‘দ্য গার্ডিয়ান’কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন ঋষভ পন্থের পাঠানো ভয়েস নোটের কথা। বলেছেন, ‘দেখলাম পন্থ তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে আমার ছবি ও তার তলায় স্যালুটের ইমোজি দিয়েছে। তাই দেখে আমি রিপ্লাই দিই, ‘ভালবাসার জন্য ধন্যবাদ। আশা করি, পা ঠিক আছে।

ইংল্যান্ড সিরিজে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের সমস্যা ভুগিয়েছে জসপ্রীত বুমরাহকে। এই নিয়ে বুমরাহকে আক্রমন করেছেন ইরফান পাঠান। প্রাক্তন ক্রিকেটার তাঁর ইউটিউব চ্যানেলে বলেন, দশে ছয়ের বেশি পাবে না ও। একজন সিনিয়র ক্রিকেটারকে সমস্ত ম্যাচ খেলে জেতানোর দায়িত্ব নিতে হয়। কিন্তু মাত্র তিনটে টেস্ট খেলেছে। এরমধ্যে একটিও জিততে পারেনি ভারত।

05:28