মানবিক উদ্যোগ পন্থের , দুঃস্থ ছাত্রীর কলেজে ভর্তির টাকা দিলেন

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর

ছবি- সোশ্যাল মিডিয়া

মিশন ইংল্যান্ড শেষ। এবার দেশে ফেরার পালা। তবে সবাই একসঙ্গে নয়। ধাপে ধাপে দেশে ফিরছেন শুভমান গিল, মহম্মদ সিরাজরা। কয়েক জন অবশ্য লন্ডনে ছুটি কাটিয়ে কয়েকদিন পর ফেরার পরিকল্পনা করেছেন।

চোট পাওয়ায় আগেই দেশে ফিরেছেন ঋষভ পন্থ। এক দুঃস্থ ছাত্রীর কলেজ ভর্তির পুরো টাকা দিয়ে মাঠের বাইরে মানবিক উদ্যোগ নিলেন পন্থ। সেই নজির রাখলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার। কর্নাটকের বাগলকোট জেলার এক অভাবী পরিবারের মেয়ে জ্যোতি কানাবুর মাধ। কলেজের যোগ্যতা অর্জন পরীক্ষায় ৮৫ শতাংশ নম্বর পেয়েছিল। স্বপ্ন, কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে স্নাতকস্তরে পড়াশোনা করবেন। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় অর্থ। তাঁর বাবা তীর্থাবা কানাবুর মাধের পক্ষে কলেজ ভর্তির ৪০ হাজার টাকা জোগাড় করা সম্ভব হচ্ছিল না। সূত্র মারফত পন্থের কাছে সেই খবর গিয়ে পৌঁছায়। পন্থ নিজেই অর্থ দিয়ে জ্যোতিকে ভর্তি করে দেন।

পরে জ্যোতি এবং কলেজ কর্তৃপক্ষ পন্থের বিষয়টি জানতে পারেন। এর পরেই যৌথ ভাবে একটি খোলা চিঠি লিখে জ্যোতি জানিয়েছেন, বেঙ্গালুরু ক্রিকেটের সঙ্গে জড়িত অক্ষয় নামে এক ব্যক্তির থেকে গোটা বিষয়টা জানতে পেরেছিলেন পন্থ। সঙ্গে সঙ্গে তিনি টাকা পাঠিয়ে দেন। পন্থকে ধন্যবাদ দেওয়ার পাশাপাশি জ্যোতি জানিয়েছেন, ভবিষ্যতে সফ্‌টঅয়্যার ইঞ্জিনিয়ার হতে চান তিনি। যেভাবে মানবিকতার হাত বাড়িয়ে দিলেন পন্থ, তার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।