বঙ্গবার্তা ব্যুরো,
বৃটিশ ম্যাগাজিনের বাঙালি এডিটর রূপম চট্টোপাধ্যায়
লন্ডন ও প্রাগ মিলিয়ে ২৪ বছরের বেশি ইউরোপে বাস করছেন। এমন বিচরণ ও ব্যাপ্তি নিয়েই তিনি কলকাতা তথা বাঙলাকে বিশ্বের সঙ্গে জুড়ে রেখেছেন । ভারতকে করেছেন প্রশ্চাত্য ভাবনার শরিক । তিনি ছবি আঁকেন, বাউল গান করেন , কবিতা লেখেন , তথ্যচিত্র নির্মাণ করেন । তাঁর কবিতার বই ঋতুর দিনগুলো, বেহায়া নারীত্বের এক সাহসী উৎযাপন ।
এমন এক সামগ্রিকতা নিয়েই তাঁর সৃষ্টি। তাঁর শিল্প কর্ম ভারতীয় দর্শন ও ইউরোপীয় শিল্পভাবনার রসায়নে সম্বৃদ্ধ । ২০০৩ সালে সিরিয়ার বিদ্ধস্ত সময়ের মানবিক বিপর্যয় ফিল্ম বন্দি করেছেন ওই কঠিন মাটিতে দাঁড়িয়ে। তার তৈরি সিরিয়া ইন সার্চ অফ ট্রুথ, কলকাতা সিনে সেন্ট্রাল ও তথ্যচিত্র, শিল্পান্ত আর্ট ফিল্ম ফেস্টিভ্যাল-এ সেরা তথ্য চিত্রের সম্মান পেয়েছে। সদ্য শেষ করেছেন মহাকুম্ভ নিয়ে তাঁর তথ্য চিত্রের কাজ।
তাঁর বাউল গুরু পূর্নদাস বাউল আর ছবি আঁকার সতীর্থ প্রকাশ কর্মকার, বিজন চৌধুরী, রবীন মন্ডল, সমীর আইচ। শিল্পকলার সাধনপীঠ প্যারিসে কাজ করেছেন প্রবাদ প্রতিম শিল্পী জেন পিরের সাথে।
এই বহুমূখী সত্ত্বার অধিকারী বলেই ২০০৪ সালে, ঐতিহ্যবাহী , ১৭৩২ সালে প্রতিষ্ঠিত দ্যা লন্ডন ম্যাগাজিনের দায়িত্ব বর্তায় বাঙালি বাউল কবি শিল্পী পাপিয়া ঘোষালের হাতে। যে ম্যাগাজিনে এক সময় নিয়মিত লিখতেন শেলি, কিটস, বায়রন, ওয়ার্ডসওয়ার্থ। সেই ম্যাগাজিনের আন্তর্জাতিক এডিটর ছিলেন পাপিয়া ঘোষাল। মালিকানা বদল হলে তিনি ওই দায়িত্ব ছেড়ে দেন ২০০৬ সালের শেষ দিকে।
এরপর পাপিয়া আন্তর্জাতিক সম্পাদক হিসেবে যোগদেন দ্য লন্ডন মিসলেনি তে। ১৮২৫ সালে প্রতিষ্ঠিত এ ম্যাগাজিন ফর লিটারেচার এন্ড আর্ট, বৃটেন থেকে প্রকাশিত শিল্প সাহিত্যের একটি বহু চর্চিত ঐতিহ্যশালী ম্যাগাজিন। এর এডিটর ইন চিফ
ক্রিস্টোফার আর্কেল বার্ধক্য জনিত কারণে সরছেন প্রধান সম্পাদকের পদ থেকে। এবার তাঁর জহুরীর চোঁখে ধরা পড়ছেন পাপিয়া ঘোষাল। কলকাতার ৪৮ তম আন্তর্জাতিক বই মেলায় মঙ্গলবার প্রকাশিত হয়েছে দ্য লন্ডন মিসলেনীর ২০২৫ এর বসন্ত সংখ্যা । মুখ্য সম্পাদক আন্তর্জাতিক বাঙালি, বাউল কবি শিল্পী পাপিয়া ঘোষাল । এদিন নারায়ণ সান্যাল হলে উদ্বোধন হয় পাপিয়া ঘোষালের ১২তম বই বাউল তান্ত্রিকস। ছিলেন অশোক বিশ্বনাথন, মল্লার ঘোষ, লন্ডনের মিডিয়া প্রযোজক অবন্তী, সেতার শিল্পী দীপাঞ্জন।
বইমেলার প্রেস কর্নারে সংবর্ধনা দেওয়া হয় পত্রিকার চিফ এডিটর পাপিয়া ঘোষালকে।