বঙ্গবার্তা ব্যুরো,
পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী সংসারে আসছে নতুন অতিথি। ভালবাসার মাসেই নিজেদের আদুরে একটি ছবি পোস্ট করে এই সুখবর সকলের সঙ্গে শেয়ার করেছেন তারা। ২০২৩ সালের ২৭ নভেম্বর অভিনেতা পরমব্রত এবং শিল্পী পিয়া বিবাহবন্ধনে আবদ্ধ হন। দু’বছরের মাথায় সুখবর শোনালেন তারকা দম্পতি।
প্রথম থেকেই নিজেদের সম্পর্ক নিয়ে তেমন মুখ খুলতে দেখা যায়নি পরম ও পিয়াকে। পিয়ার সঙ্গে আগে বিয়ে হয়েছিল গায়ক অনুপম রায়ের।তাঁর সঙ্গে বিয়ে ভাঙার পর পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে চুপিচুপি প্রেম করছেন পিয়া চক্রবর্তী। তারপর কাউকে কিছু না বলে হঠাৎই বিয়ে সেরে নিয়ে সকলকে চমকে দিয়েছিলেন পরম-পিয়া। একেবারে ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে সই বিয়ে সারেন পরম-পিয়া। তারপর ইন্ডাস্ট্রির হাতে গোনা কয়েকজনকে নিয়ে রিশেপসন পার্টিও করেছিলেন। শোনা যায় ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত সুন্দরবনে ত্রাণ সাহায্য দিতে গিয়ে পরমব্রতর সঙ্গে আলাপ হয় পিয়ার।সেখান থেকেই পরস্পরের ঘনিষ্ট বন্ধু হয়ে ওঠেন তারা।
পিয়ার বেবিবাম্পের ছবি শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে সমাজকর্মী রত্নাবলী রায় স্নেহময়ী মায়ের মত পিয়ার বেবিবাম্পে কান দিয়ে একরত্তির উপস্থিতি টের পাওয়ার চেষ্টা করছেন বলে দেখা যাচ্ছে। আসলে রত্নাবলী রায়ের অঞ্জলি মেন্টাল হেলথে এক গুরুত্বপূর্ণ পদে রয়েছেন পিয়া। দীর্ঘ দিন ধরেই এই পেশার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। পিয়া জানিয়েছেন, জুন মাসেই তাঁর কোলে আসবে ফুটফুটে সন্তান।
পরমব্রত ও পিয়ার সংসারে আসছে নতুন অতিথি, বেবিবাম্পের ছবিতে শুভেচ্ছার বন্যা

