বঙ্গবার্তা ব্যুরো,
বৃহস্পতিবার মানেই বাংলা সিরিয়াল নির্মাতাদের রেজাল্ট বেরনোর দিন। এই দিনে নির্মাতা থেকে সিরিয়ালের সব কলাকুশলীই একটু চিন্তায় থাকেন।কারন তালিকায় টিকে থাকা বা না থাকার ওপর সিরিয়ালের ভবিষ্যত অনেকটাই নির্ভর করে। সেদিক থেকে ধারাবাহিক ‘পরিণীতা’ বেশ দাপটের সঙ্গেই এগিয়ে চলেছে। এ সপ্তাহেও সে এক নম্বর জায়গা ধরে রেখেছে।
এবারের তালিকায় বড় বদল বলতে গেলে ‘জগদ্ধাত্রী’ নিজের তিন নম্বর জায়গা থেকে অনেক পিছিয়ে এবার পাঁচ নম্বরে স্থান পেয়েছে।দ্বিতীয় স্থানে রয়েছে ‘ফুলকি’। তিনে ‘কথা’।চার নম্বরে রয়েছে দুটি সিরিয়াল। ‘গীতা এল এল বি’ এবং ‘কোন গোপনে মন ভেসেছে’। ষষ্ঠ স্থানে রয়েছে ‘রাঙ্গামতি তীরন্দাজ’। সাত নম্বর জায়গায় রয়েছে ‘মিত্তির বাড়ি’। আট নম্বর জায়গা পেয়েছে ‘উড়ান’।নবমে জায়গা পেয়েছে ‘আনন্দী’। তালিকার শেষে অর্থাৎ দশ নম্বরে জায়গা পেয়েছে ‘গৃহপ্রবেশ’।এক নজরে দেখে নেওয়া যাক কোন সিরিয়াল কত নম্বর পেয়ে কোথায় রয়েছে।
১) পরিনীতা(৮.১)
২) ফুলকি(৭.৫)
৩) কথা(৭.২)
৪)গীতা এল এল বি, কোন গোপনে মন ভেসেছে(৭.০)
৫) জগদ্ধাত্রী( ৬.৯)
৬) রাংঙামতি তীরন্দাজ(৬.৫)
৭)মিত্তির বাড়ি(৬.0)
8)উড়ান(৫.৮)
৯)আনন্দী(৫.৫)
১০) গৃহপ্রবেশ(৫.২)
এ সপ্তাহেও একে পরিনীতার জায়গা টলাতে পারছে না কেউ
