নম্বর কমলেও প্রথম স্থানেই পরিণীতা

পরিণীতা


বঙ্গবার্তা ব্যুরো,
নম্বর সামান্য কমেছে, জায়গা বদল হয়নি। বাংলা সিরিয়ালের জগতে এ সপ্তাহেও প্রথম স্থান পেয়েছে ‘ পরিণীতা’।তাদের প্রাপ্ত নম্বর ৮। একটু পিছিয়েই দ্বিতীয় স্থান পেয়েছে ‘কথা’। তাদের প্রাপ্ত নমবর ৭.৪। দেখা যাচ্ছে তৃতীয় স্থানে পর পর কয়েক সপ্তাহ ধরেই রয়েছে ‘জগদ্ধাত্রী’। তবে শুধু তারাই নয়, তিন নম্বরে রয়েছে আরও দুটি সিরিয়াল ‘ফুলকি’ আর ‘গীতা এল এল বি’।
এই তিন সিরিয়ালের ঝুলিতে রয়েছে ৭.২ নম্বর। এই সপ্তাহে চারে রয়েছে ‘কোন গোপনে মন ভেসেছে’(৭.১)। পাঁচে ‘রাঙামতি তীরন্দাজ’(৭.০)।ছয়ে রয়েছে ‘উড়ান’। পেয়েছে ছয়।৫.৯ নম্বর পেয়ে সাতে রয়েছে ‘মিত্তির বাড়ি’। আটে জায়গা পেয়েছে, ‘আনন্দী’ (৫.৮)। নবম স্থানে এক সময়ের সাড়া জাগানো এবং দীর্ঘদিন এক নম্বরে থাকা ‘অনুরাগের ছোঁয়া’ (৫.৩)। একই নম্বর পেয়ে যুগ্ম ভাবে নয়ে রয়েছে ‘রোশনাই’। তালিকার শেষে অর্থাৎ দশে রয়েছে ‘গৃহপ্রবেশ’(৫.২)।
টি আর পির দৌড়ে টিকে থাকতে সিরিয়ালগুলি গল্পে একের পর এক চমক আনার চেষ্টা করে।যার জেরে অনেক সময়ই গল্পের গরুকে গাছে উঠিয়েই হয় না বহু আজগুবি কাণ্ডকারখানা দেখানো হয়।