বড়বাজারে ভেঙে পড়ল বহুতলের একাংশ

পীযূষ চক্রবর্তী,
বড়বাজারে বিপজ্জনক বাড়ির একাংশ ভেঙে আতঙ্ক ছড়াল। বুধবার হঠাৎই নারায়ণ প্রসাদ বাবুলাল লেনের একটি পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়ে।সেই সময় ওই বাড়ির নিচে কেউ না থাকায় হতাহত হয়নি। এই ঘটনার জেরে আতঙ্ক ছড়ায়।
স্থানীয় লোকজনের অভিযোগ, দীর্ঘ দিন ধরে জীর্ণ বাড়িটির কোনও মেরামতি হয়নি। বাড়িটি যে অবস্থায় ছিল, এই ধরনের ঘটনা অবশ্যম্ভাবী । আরও বড় বিপদ হতে পারত।
স্থানীয় কাউন্সিলর মহেশ শর্মার অভিযোগ, তাঁর ওয়ার্ডে এই ধরনের আরও বহু জীর্ণ বাড়ি রয়েছে। ওই বাড়ির মালিকেরা কোনও সহযোগীতা করছেন না বলেও ক্ষোভ প্রকাশ করেন কাউন্সিলর। তিনি বলেন, ‘কলকাতা পুরসভার অধিবেশনে এই বিষয়টি বেশ কয়েক বার জানিয়েছি। কোনও কাজের ক্ষেত্রে পুরসভাকে সহযোগিতা করেন না এইসব বাড়ির মালিকেরা।