কঠোর সিদ্ধান্ত পিসিবির, ভারতের নাম মাঠে ব্যবহারে আপত্তি

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর

ছবি- সোশ্যাল মিডিয়া

এশিয়া কাপ নিয়ে বিতর্কের মধ্যেই লেজেন্ডস লিগে ভারত-পাকিস্তান সেমিফাইনালকে কেন্দ্র করে নতুন বিতর্কের সূত্রপাত। গ্রুপ পর্বের পর এবার শেষ চারেও পাকিস্তানের বিরুদ্ধে নামতে চাননি যুবরাজ সিং, হরভজন সিং, শিখর ধাওয়ানরা। পাকিস্তান ম্যাচ বয়কটের ডাক দেয় তাঁরা। যার ফলে ওয়াকওভার পেয়ে সরাসরি ফাইনালে চলে যায় পাকিস্তানের কিংবদন্তিরা।

তবে ভারতের এহেন সিদ্ধান্তের পরই বড় পদক্ষেপ করছে পিসিবি। খবর এমনটাই। সূত্রের খবর, এই বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা করেন বোর্ডের কর্তারা। তারপরই সিদ্ধান্ত নেওয়া হয়, যে সমস্ত প্রাইভেট লিগে পাক দল অংশ নেয়, সেখানে কোনওভাবেই আর দেশের নাম অর্থাৎ ‘পাকিস্তান’ শব্দটি ব্যবহার করা যাবে না। অন্য নাম নিয়ে খেলতে হবে দলকে।

চলতি লেজেন্ডস লিগে দু’বার পাকিস্তানের বিরুদ্ধে খেলায় আপত্তি জানিয়েছিল ভারত। প্রথমে গ্রুপ পর্বে, পরে সেমিফাইনালে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিখর ধাওয়ান সাফ জানিয়ে দেন, সেমিফাইনাল হোক বা ফাইনাল, পাকিস্তানের বিরুদ্ধে খেলার ক্ষেত্রে তাঁদের সিদ্ধান্ত বদল হবে না।

এদিকে রেকর্ড সৃষ্টি করলেন আফগান ক্রিকেটার। ম্যাচটি ছিল ইসিএস টি-১০ ইংল্যান্ড টুর্নামেন্টের। লন্ডন কাউন্টি ক্রিকেট ক্লাবের প্রতিপক্ষ ছিল গিল্ডফোর্ড। লন্ডনের হয়ে নেমেছিলেন উসমান গনি। গিল্ডফোর্ডের হয়ে বল করতে আসা উইল এর্নির ওভারে রুদ্র মূর্তি ধারণ করেন গনি। তিনি এক ওভারে করেন ৪৫ রান।