কোনও ব্রিটিশ অভিনেতাই হোন আগামীর বন্ড, ইচ্ছে প্রাক্তন বণ্ড ব্রসনানের

বঙ্গবার্তা ব্যুরো,
কে হতে চলেছেন পরবর্তী জেমস বন্ড? এই প্রশ্নটাই এখন প্রায় ঘুম ছুটিয়ে দিচ্ছে গোটা বিশ্বের জেমস বন্ড প্রেমীদের। কারণ ফেব্রুয়ারির শেষ নাগাদ অ্যামাজন এমজিএম স্টুডিও ও ইয়ন ফিল্মসের মধ্যে একটি চুক্তি হয়েছে। ওই চুক্তির ফলে উইলসন ও ব্রোকলির হাতে আর এককভাবে বন্ডের সৃজনশীল নিয়ন্ত্রণ আর থাকছে না। উইলসন ও ব্রোকলি সহ স্বত্বাধিকারী হিসেবে এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে থাকলেও শিল্পী নির্বাচনসহ সৃজনশীল সব বিষয় নিয়ন্ত্রণ করবে অ্যামাজন এমজিএম।
কাজেই কে হবেন বন্ড তা এখনও বেশ ঘোলাটে। এদিকে ১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত চারটি সিনেমায় জেমস বন্ড চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করা পিয়ার্স ব্রসনান জানিয়েছেন যে তিনি চান যে পরবর্তী জেমস বন্ড চরিত্রে একজন ব্রিটিশ অভিনেতাকেই নির্বাচন করা হোক। কারণ, তাঁর হিসেব বন্ড সিনেমাগুলোতে সাধারণত ব্রিটিশ অভিনেতারাই অভিনয় করেছেন। ব্যতিক্রম ছিলেন মাত্র দুজন অস্ট্রেলিয়ান জর্জ লাজেনবি এবং ব্রসনান নিজে।
ব্রসনান চান জেমস বন্ড চরিত্রে ব্রিটিশ অভিনেতাদের ঐতিহ্য বজায় রাখা জরুরি। কিছুদিন আগে ব্রসনান নতুন জেমস বন্ড হিসেবে অ্যারন টেলর-জনসনকে সমর্থন করেন। তার মতে, জনসন এই চরিত্রে দুর্দান্ত মানাবে এবং তিনি একজন ব্রিটিশ অভিনেতাও বটে।ব্রসনানের আশা অ্যামাজন এই চরিত্রের প্রতি যথাযথ সম্মান ও মর্যাদা বজায় রেখে কাজ করবে।