বঙ্গবার্তা ব্যুরো,
রাম নবমী উপলক্ষে রবিবার তামিলনাড়ুতে ভারতের প্রথম ভার্টিক্যাল লিফট সমুদ্র সেতু পাম্বান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি একটি কোস্ট গার্ড জাহাজ যা সেতুর নিচ দিয়ে চলাচল করে এবং নতুন রামেশ্বরম-তাম্বরম চেন্নাই রেল পরিষেবার সূচনা করেন। রেল মন্ত্রক জানিয়েছে, এই ২.০৭ কিলোমিটার দীর্ঘ সেতু ভারতের প্রকৌশল দক্ষতা ও দূরদর্শী অবকাঠামো উন্নয়নের এক নিদর্শন।

রামনাথপুরম জেলায় অবস্থিত এই সেতু রামেশ্বরম দ্বীপকে মূল ভূখণ্ডের মান্দাপমের সঙ্গে যুক্ত করেছে। ৭০০ কোটি টাকারও বেশি খরচে নির্মিত এই সেতুটি তৈরি করেছে রেল বিকাশ নিগম লিমিটেড। সেতুটিতে ৭২.৫ মিটার নেভিগেশন স্প্যান আছে, যা ১৭ মিটার পর্যন্ত উঁচু করে তোলা যায়, যাতে এর তলা দিয়ে নিরাপদে জাহাজ চলাচল করতে পারে। পাম্বান সেতুকে এখন বিশ্বের বিখ্যাত সেতুগুলোর সঙ্গে তুলনা করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের গোল্ডেন গেট সেতু, ব্রিটেনের টাওয়ার সেতু এবং ডেনমার্ক-সুইডেনের ওরেসুন্ড সেতু।

শ্রীলঙ্কা থেকে ফেরার পথে প্রধানমন্ত্রী মোদী আকাশ থেকে রাম সেতু দেখেন এবং একটি এয়ারিয়াল ভিডিও শেয়ার করেন। রাম সেতু, যা অ্যাডামস ব্রিজ নামেও পরিচিত। এটি ভারত ও শ্রীলঙ্কাকে সংযুক্তকারী এক সামুদ্রিক চরের শৃঙ্খল যা ৪৮ কিলোমিটার জুড়ে বিস্তৃত।