বঙ্গবার্তা ব্যুরো,
বিনোদন জগতের উন্নতি এবং প্রসারের লক্ষ্যে গ্লোবাল ইভেন্টের আগে অমিতাভ থেকে আমির,সুন্দর পিচাই থেকে মুক্সেশ আম্বানীর মত অভিনেতা, ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনের এই আলোচনায় ছিলেন সত্য নাদেলা, শাহরুখ খান, চিরজীবী, মোহনলাল, রজনীকান্ত, এ আর রহমান, অক্ষয় কুমার, রণবীর কাপুর, দীপিকা পাডুকোন, আনন্দ মাহিন্দ্রার মতো ব্যক্তিত্বরাও।
শুক্রবার রাতে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন,“বিনোদন, সৃজনশীলতা এবং সংস্কৃতির জগতকে একত্রিত করে এমন বিশ্বব্যাপী শীর্ষ সম্মেলন, WAVES-এর উপদেষ্টা বোর্ডের একটি বিস্তৃত সভা সবেমাত্র শেষ হয়েছে। উপদেষ্টা বোর্ডের সদস্যরা হলেন বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্ব, যারা কেবল তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেননি বরং ভারতকে একটি বিশ্বব্যাপী বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য আমাদের প্রচেষ্টাকে আরও উন্নত করার বিষয়ে মূল্যবান মতামতও ভাগ করে নিয়েছেন।”
এই গ্লোবাল ইভেন্টের নাম ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট। সে জন্যই অভিনেতা, ব্যবসায়ীদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা যাচ্ছে এই বছরই অনুষ্ঠিত হতে চলা এই গ্লোবাল সামিট গোটা বিশ্বের বিনোদনকে এক জায়গায় নিয়ে আসবে। এক ছাদের তলায় আনবে ক্রিয়েটিভিটি এবং সংস্কৃতিকে।
ওয়েভেস সামিট, অভিনেতা ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর
![](https://bangobarta.com/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-08-at-1.11.39-PM.jpeg)