Upload By K. Halder at 24th April 2025, 05:25 PM
বঙ্গবার্তা ব্যুরো,
সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে কাউকে রেয়াত করা হবে না বলে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বৃহস্পতিবার পঞ্চায়েতি রাজ দিবস উপলক্ষে বিহারের মধুবনী জেলায় একটি সরকারি অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। তার কড়া প্রতিক্রিয়া যারা এই হামলা করেছে সেই জঙ্গী ও তাদের মদতদাতাদের চরম সাজা দেওয়া হবে। সেই চরম শাস্তি তারা কল্পনাও করতে পারছেন না। সাজা দেবই । সন্ত্রাসবাদীদের যেটুকু জমি আছে, তাদের মাটিতে মিশিয়ে দেওয়ার সময় চলে এসেছে।
পহেলগামে সন্ত্রাসবাদী হামলার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন এই আক্রমণ কেবল নিরস্ত্র পর্যটকদের উপরেই ঘটেনি। দেশের শত্রুরা ভারতের আত্মাকে আক্রমণ করার সাহস দেখিয়েছে। প্রধানমন্ত্রী বলেন এই ঘটনার শাস্তি সম্মিলিতভাবেই দেবে ভারত। এখন সময় এসেছে সন্ত্রাসবাদীদের অবশিষ্ট আস্তানা ধ্বংস করার।
প্রধানমন্ত্রী বলেন, একশো চল্লিশ কোটি ভারতীয়র ইচ্ছাশক্তি এবার জঙ্গীদের কোমর ভেঙে দেবে। আমি গোটা বিশ্বকে বলছি, ভারত সন্ত্রাসবাদীদের চিহ্নিত করে শাস্তি দেবে। ভারতের ঐক্যকে ভাঙা যাবে না।
পহেলগামে হামলার জেরে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সুরক্ষা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকের পরে পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক কড়া কূটনৈতিক ও কৌশলগত পদক্ষেপ ঘোষণা করেছে ভারত সরকার। সীমান্ত পেরিয়ে সন্ত্রাসের জবাবে পাকিস্তানের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিক্রিয়া হিসেবে পাঁচটি বড় পদক্ষেপ নেওয়া হয়েছে।