প্রধানমন্ত্রীর বিদেশ যাত্রার খরচ পেশ রাজ্যসভায়

বঙ্গবার্তা ব্যুরো,
প্রধানমন্ত্রীর বিদেশ ভ্রমনের খরচের হিসেব সামনে আসতেই শুরু হল রাজনৈতিক বিতর্ক। কংগ্রেসের সভাপতি এবং রাজ্যসভার সাংসদ মল্লিকার্জুন খাড়্গে জানতে চেয়েছিলেন গত তিন বছরে প্রধানমন্ত্রী কোন কোন দেশ ভ্রমন করেছেন এবং তার জন্য কত টাকা খরচ হয়েছে?
সভায় প্রধানমত্রীর বিদেশ ভ্রমনের যাবতীয় তথ্য পেশ করেন বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা। তিনি বলেন গত তিন বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৮ টি দেশ গিয়েছেন। তাঁর বিদেশ ভ্রমনের জন্য মোট খরচ হয়েছে ২৫৮ কোটি ৯৭ লাখ ৮ হাজার ৪ টাকা।
এর পাশাপাশি তিনি কোন কোন দেশে গিয়েছেন তাও জানানো হয়েছে। দেখা যাচ্ছে বিগত তিন বছরে প্রধানমন্ত্রী চারটি দেশে গিয়েছেন দুবার করে। সেই দেশগুলি হল আমেরিকা, জার্মানি, ফ্রান্স এবং রাশিয়া। এছাড়া ব্রাজিল, জাপান, ইউক্রেন, পোল্যান্ড, নেপাল, ইতালি, অস্ট্রেলিয়া, মিশর, গ্রীস এবং ডেনমার্ক গিয়েছেন একবার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ ভ্রমনের খরচ দিতে গিয়ে বিদেশ মন্ত্রক টেনে এনেছে প্রাক্তন প্রধানমন্ত্রী মন্মোহন সিং এর বিদেশ ভ্রমনের হিসেবও। তারা জানিয়েছে ২০১১ সালে মনমোহন সিং আমেরিকা গিয়েছিলেন। তাতে খরচ হয় ১০ কোটি ৭৪ লাখ টাকা। অন্যদিকে মোদীর দু বারের আমেরিকা সফরে খরচ হয়েছে ৩৮ কোটি ২৩ লাখ ৪৪ হাজার ৮৫৭ টাকা। বিদেশ মন্ত্রক এই হিসেব দিয়ে বোঝাতে চাইছে মোদীর বিদেশ ভ্রমনের খরচ অনেক কম।
এই তথ্য সামনে আসার পরেই শুরু হয়ে যায় রাজনৈতিক বিতর্ক। রাজনীতিক থেকে সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন যে দেশে এখনো কোটি কোটি মানুষ দারিদ্র সীমার নীচে বসবাস করেন, সেই দেশের প্রধানমন্ত্রীর এত টাকা খরচ করে বিদেশ ভ্রমনের যৌক্তিকতা কোথায়?
বিষয়টিকে রাজনৈতিক ইস্যু করতে উদ্যোগী কংগ্রেস।

06:55