ভারতবাসীর হৃদয়ের কাছেই সুনিতা, প্রধানমন্ত্রীর বার্তা

বঙ্গবার্তা ব্যুরো,
আর শুধু সময়ের অপেক্ষা, সুনীতা উইলিয়ামস ও বুছ উইলমরে কখন পৃথিবীতে ফিরবেন সেইদিকেই তাকিয়ে গোটা বিশ্ব। নাসার ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামসের ফেরা নিয়ে উদগ্রীব ভারতও। ইতিমধ্যেই তাকে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ১লা মার্চ সেই চিঠি লিখেছিলেন মোদী। সুনীতার ফেরার আগেই এক্স হ্যান্ডেলে সেই চিঠি শেয়ার করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং।
প্রধানমন্ত্রী বলেছেন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার পূর্বসূরি জো বাইডেনের সঙ্গে সাক্ষাতের সময় সুনীতা উইলিয়ামসের সুস্থতার বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন। তিনি লিখেছেন, আপনি হাজার হাজার মাইল দূরে থাকলেও আমাদের হৃদয়ের কাছেই রয়েছেন। ভারতের মানুষ আপনার সুস্থতা এবং আপনার মিশনের সাফল্যের জন্য প্রার্থনা করছে। ৫৯ বছর বয়সী এই মহাকাশচারীকে তিনি আরও লেখেন, আপনার ফেরার পর, আমরা আপনাকে ভারতে দেখার জন্য উৎসুক। ভারতের পক্ষে তার অন্যতম কৃতী কন্যার আতিথেয়তা করা আনন্দের হবে।
প্রসঙ্গত, সুনীতার বাবা দীপক পাণ্ড্য মোদীরই রাজ্য অর্থাৎ গুজরাতের বাসিন্দা ছিলেন। ২০২০ সালে তিনি প্রয়াত হন। প্রধানমন্ত্রী লিখেছেন, আমি নিশ্চিত যে দীপকভাইয়ের আশীর্বাদ আপনার সঙ্গে রয়েছে। তিনি ২০১৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময় সুনীতা এবং তার বাবার সঙ্গে সাক্ষাতের স্মৃতিও স্মরণ করেন।
প্রধানমন্ত্রী আরও লিখেছেন, ১৪০ কোটি ভারতীয় সবসময় আপনার এই কৃতিত্ব অর্জনে গর্ববোধ করেছে। সাম্প্রতিক ঘটনাগুলো আবারও আপনার অনুপ্রেরণাদায়ক দৃঢ়তা এবং অধ্যবসায়ের পরিচয় দিয়েছে।” প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, তার মা বনি পাণ্ড্য নিশ্চয়ই তার ফেরার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। প্রধানমন্ত্রী সুনীতার স্বামী মাইকেল উইলিয়ামসকেও তার আন্তরিক শুভেচ্ছা জানান।

03:18