মন কী বাতে বৈচিত্রের মধ্যে ঐক্যের কথা প্রধানমন্ত্রীর

Postade By Subrata Halder on 30th March 2025 ,05:30 Pm

বঙ্গবার্তা ব্যুরো,
রবিবার দেশের বিভিন্ন জায়গায় নববর্ষ উদযাপন করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার রেডিও অনুষ্ঠান মন কী বাতে সে কথার উল্লেখ করে বলেন, রবিবার যেমন এই অনুষ্ঠান পালন করা হচ্ছে তেমনই আগামী কয়েকদিন ধরে দেশের বহু জায়গায় এই নববর্ষ উদযাপন করা হবে। এই উপলক্ষ্যে তিনি সবাইক শুভেচ্ছা জানিয়ে বলেন এটাই দেশের বৈচিত্রের মধ্যে ঐক্যের বোধ তৈরি করে। এদিন তিনি ঈদের শুভেচ্ছাও জানিয়েছেন।


প্রধানমন্ত্রী এদিন ছাত্রদের কয়েকটি বার্তা দেন। তিনি বলেন আর কয়েক সপ্তাহ পরেই গরমের ছুটি পড়ে যাবে। এই সময়ে ছাত্রদের নিজেদের দক্ষতা বাড়ানোর কাজে মন দেওয়ার পরামর্শ দেন। তিনি হ্যাসট্যাগ ‘মাই হলিডেস’ এ নিজেদের অভিজ্ঞতার কথা ভাগ করে নিতে বলেন।প্রধানমন্ত্রী এদিন ‘ক্যাচ দ্যা রেন’ প্রকল্পের কথা তুলে ধরেন। তিনি বলেন এই উদ্যোগের ফলে গত সাত বছরে ১১ বিলিয়ন কিউবিক মিটার জল বাঁচান সম্ভব হয়েছে। পাশাপাশি তিনি আগামী ২১ জুন যোগা দিবসের কথাও মনে করিয়ে দেন। সবাইকে যোগ অভ্যাস করার পরামর্শও দেন তিনি । তিনি বলেন এবারের যোগ দিবসের থিম হল যোগা ফর ওয়ান আর্থ ওয়ান হেলথ।

05:54