প্রধানমন্ত্রীর মুদ্রা যোজনায়রেকর্ড সাফল্য, উপকৃত ৫২কোটির বেশি

Published By Subrata Halder on 2nd April 2025 at 02:58 pm

বঙ্গবার্তা ব্যুরো,
মহিলাদের আর্থিক স্বাবলম্বনের পথ খুঁজে দিতে বড় ভূমিকা নিয়েছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা।বুধবার প্রকাশিত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ইকোনমিক রিসার্চ ডিপার্টমেন্টের রিপোর্ট অনুযায়ী এই স্কিমের মোট ৫২ কোটিরও বেশি সুবিধাভোগীর মধ্যে ৬৮ শতাংশ নারী।
রিপোর্টে বলা হয়েছে গত নয়টি অর্থবছরে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার মাধ্যমে নারীপিছু ঋণের পরিমাণ গড়ে ১৩ শতাংশ বার্ষিক হারে বৃদ্ধি পেয়ে ৬২ হাজার ৬৭৯ কোটি টাকায় পৌঁছেছে। একই সময়ে মহিলা ঋণগ্রহীতাদের প্রতি জমার পরিমাণও ১৪ শতাংশ বার্ষিক হারে বেড়ে ৯৫ হাজার ২৬৯ কোটি টাকা হয়েছে। যা এই প্রকল্পের আর্থিক স্বাধীনতা গড়ে তোলার সাফল্যকে তুলে ধরছে।


রিপোর্টে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা উদ্যোগী কিন্তু আর্থিকভাবে পিছিয়ে পড়া সামাজিক গোষ্ঠীগুলোকে মূলধারায় নিয়ে আসতে বিশেষ সহায়তা করেছে। লক্ষণীয় এই যোজনার অ্যাকাউন্টের প্রায় ৫০শতাংশ তপশিলি জাতি, উপজাতি এবং ওবিসি শ্রেণীর অন্তর্গত, এবং ১১ শতাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের। রাজ্যগুলির নিরিখে বিহারে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার মহিলা উদ্যোক্তার সংখ্যা সর্বাধিক, ৪ দশমিক দুই কোটি। এরপর তামিলনাড়ু ৪ কোটি এবং পশ্চিমবঙ্গ ৩ দশমিক ৭ কোটি। অন্যদিকে, মহিলা অ্যাকাউন্ট হোল্ডারের হার সবচেয়ে বেশি মহারাষ্ট্রে ৭৯ শতাংশ, তারপর ঝাড়খণ্ড ৭৫ শতাংশ এবং পশ্চিমবঙ্গ ৭৩ শতাংশ।
এই সাফল্য কে বড়ো করে প্রচারের আলোয় আনতে উদ্যোগ নিচ্ছে সরকার।

03:11