আহত ইন্দ্রানুজের বিরুদ্ধে তিনটি মামলা রুজু পুলিশের

পীযূষ চক্রবর্তী,
গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে বিক্ষোভ দেখান এসএফআইয়ের সমর্থকরা। মন্ত্রীর গাড়ি ও তার কনভয়ে থাকা আরও দুটি গাড়ির কাচ ভাঙচুর করেন বিক্ষোভরত পড়ুয়ারা। তখন নিরাপত্তারক্ষীরা ব্রাত্যকে ওই বিক্ষোভ থেকে সরানোর চেষ্টা করে। সেই সময় ব্রাত্যর গাড়ির তলায় চাপা পড়ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র ইন্দ্রানুজ রায়। এবার সেই ইন্দ্রানুজের বিরুদ্ধেই জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করল পুলিশ।
জানা গিয়েছে, ইন্দ্রানুজের বিরুদ্ধে তিনটি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তার বিরুদ্ধে ব্রাত্যকে মারধর, পথ আটকানো সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে মহিলা অধ্যাপকদের শ্লীলতাহানির অভিযোগও রয়েছে। যাদবপুর কাণ্ডে পুলিশ ৪৮ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে।