পূণ্য নয় কুম্ভে এসেও নোংরা খুঁজে পুলিশের নজরে


বঙ্গবার্তা ব্যুরো,
মহাকুম্ভ আপামর ভারতীয়দের কাছে যুগ যুগ ধরে এক অতি পবিত্র পূণ্য স্থান। সারা দেশের ধর্ম বিশ্বাসী মানুষ এখানে আসেন পূণ্য অর্জন করতে। সঙ্গমে স্নান করে তাঁরা সেই পূণ্য অর্জন করেন। তাঁদের বিশ্বাস কুম্ভের পবিত্র জলে অবগাহন করলে একদিকে যেমন মনের সব মলিনতা ধুয়ে যায় তেমনই পূণ্য সঞ্চয় হয়।সেই মহকুম্ভে এমন মানুষও আসেন যাঁরা নিজেদের মনের নোংরা মানসিকতার পরিচয় দেন। তেমনই এক চক্রের সন্ধান পেয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। তারা দ্রুত তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই তার দুটি অ্যাকাউন্ট চিহ্নিত করেছে।
অভিযোগ, কুম্ভে স্নানরত মহিলা এবং তাঁদের পোষাক বদলের ছবি তুলে বিক্রি করছিল এই চক্র।১৭ ফেব্রুয়ারি এই নিয়ে প্রথম অভিযোগ দায়ের হয়। মহিলাদের ছবি প্রথমে ইনস্টাগ্রামে পরে টেলিগ্রাম অ্যাকাউন্টে দেওয়া হয়।অভিযোগ পাওয়ার পরেই ইউ পি পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। দুটি অ্যাকাউন্ত তারা চিহ্নিত করেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কুম্ভ নিয়ে যাতে কোনও রকম বিভ্রান্তি না ছড়ায় তা দেখাশোনার দায়িত্বে রয়েছেন ডি জি প্রশান্ত কুমার। তিনি জানিয়েছেন আরও অভিযোগ আসছে, সব খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের জন্য মেটার সাহায্যও নেওয়া হচ্ছে।