Upload By K. Halder at 21th March 2025, 02:13 PM
বঙ্গবার্তা ব্যুরো,
দীর্ঘ রোগভোগের পর ৮৮ বছর বয়সে প্রয়াত হলেন পোপ ফ্রান্সিস। সোমবার সকালে ভ্যাটিকানের ক্যামেরলেনগো কার্ডিনাল কেভিন ফারেল এক বিবৃতিতে পোপের মৃত্যু ঘোষণা করেছেন। বিবৃতিতে তিনি জানিয়েছেন, গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের পবিত্র পিতা ফ্রান্সিস আর আমাদের মাঝে নেই।
তিনি আরও জানান সকাল ৭টা ৩৫ মিনিটে রোমের বিশপ, ফ্রান্সিস স্বর্গীয় পিতার গৃহে প্রত্যাবর্তন করেছেন। তার সমগ্র জীবন ছিল প্রভু ও গির্জার সেবায় উৎসর্গীকৃত। দীর্ঘদিন ধরেই তিনি ফুসফুসের নিউমোনিয়ায় ভুগছিলেন এবং সম্প্রতি রোমের একটি হাসপাতাল থেকে ছাড়াও পেয়েছিলেন। ২০১৩ সালে লাতিন আমেরিকার প্রথম পোপ হিসেবে দায়িত্ব গ্রহণ করা ফ্রান্সিস ছিলেন চার্চের ইতিহাসে প্রবীণতম পোপদের একজন।
পোপ ফ্রান্সিস, দরিদ্রদের পক্ষে সোচ্চার এক কণ্ঠস্বর হিসেবে নিজেকে তুলে ধরেছিলেন। ক্যাথলিক চার্চকে নতুনভাবে গড়েও তুলেছিলেন। ইউরোপের বাইরে থেকে আসা একজন পোপ হিসেবে ফ্রান্সিস দরিদ্র, অভিবাসী এবং পরিবেশের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছিলেন। তার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে বিশ্বের খৃষ্টান ধর্মের মানুষদের মনে।