পোপ ফ্রান্সিসের চিরবিদায়, শেষ শ্রদ্ধা জানাতে রোমে রাষ্ট্রনেতা ও মানুষের ঢল

Pope Francis Farewell Rome Ceremony

Upload By K. Halder at 26th April 2025, 03:50 PM

বঙ্গবার্তা ব্যুরো,
রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস চিরনিদ্রায় শায়িত হচ্ছেন শনিবার। রোমে অবস্থিত তার প্রিয় স্থান ব্যাসিলিকা অব সেন্ট মেরি মেজরে সমাহিত করা হচ্ছে তাকে। ১২ বছর সময় কালে ফ্রান্সিসই প্রথম পোপ, যার শেষ ঠিকানা ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় হচ্ছে না। ভ্যাটিকানে নিজ বাসভবন কাসা সান্তামার্তায় সোমবার মৃত্যু হয় ৮৮ বছর বয়সী পোপ ফ্রান্সিসের। পোপ হিসেবে প্রায় ১২ বছর দায়িত্ব পালনের সময় সেখানেই ছিলেন তিনি। মৃত্যুর পর খোলা কফিনে শোয়ানো লাল পোশাকে পোপের মরদেহ রাখা হয় সেন্ট পিটার্স ব্যাসিলিকায়। তিন দিন পর শুক্রবার স্থানীয় সময় রাত আটটায় ধর্মীয় আচারের মধ্য দিয়ে বন্ধ করা হয় কফিন।

তিনদিনে দু লাখ পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ শেষ শ্রদ্ধা জানিয়েছে বলে ভ্যাটিকান এক বিবৃতিতে জানিয়েছে।
পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশ নিয়ে তাকে শ্রদ্ধা জানাতে রোমে উপস্থিত আছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার এক্স -এ পোস্টে লিখেছেন, ভারতের জনগণের পক্ষে রাষ্ট্রপতিজি পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজের জন্য তার অবদান বিশ্ব মনে রাখবে।


শেষকৃত্যে যোগ দিতে দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে রোমে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এছাড়াও উপস্থিত রয়েছেন প্রিন্স উইলিয়াম, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁকড়, স্পেনের রাজা ফিলিপ ষষ্ঠ ও রানী লেতিজিয়া, এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। এছাড়া প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও প্রাক্তন ফার্স্ট লেডি জিল বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টামার, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন, ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র, আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মাইলে উপস্থিত হয়েছেন পোপ ফ্রান্সিসকে শ্রদ্ধা জানাতে।


ইতালীয় ও ভ্যাটিকান কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা কঠোর করেছে।পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ভ্যাটিকান ৯ দিনের সরকারি শোক পালন করছে। ২০১৩ সালে পোপ বেনেডিক্ট ষোড়শের পদত্যাগের পর দায়িত্ব গ্রহণ করেছিলেন পোপ ফ্রান্সিস।

07:43